চেঙ্গী নদী থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার


admin প্রকাশের সময় : সেপ্টেম্বর ১০, ২০২৪, ১০:০৫ অপরাহ্ন /
চেঙ্গী নদী থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

প্রতিনিধি : খাগড়াছড়ি জেলার চেঙ্গী নদীতে ভাসমান অবস্থায় অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। ১০ই সেপ্টেম্বর মঙ্গলবার সকালে সাড়ে ৯টার দিকে শান্তি নগর আরামবাগ এলাকায় স্থানীয়দের সহায়তায় নদী থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।
শান্তি নগর আরামবাগ এলাকার চেঙ্গী নদী দিয়ে ভেসে যাওয়ার সময় লাশটি দেখে স্থানীয়রা খাগড়াছড়ি সদর থানা পুলিশে খবর দিলে এলাকাবাসীর সহযোগিতায় পুলিশ লাশটি উদ্ধার করে মর্গে প্রেরণ করে। তবে মরদেহটি অর্ধগলিত হওয়ায় তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। এদিকে লাশটি দেখতে নদীর পাড়ে শত শত মানুষ ভিড় জমায়।
প্রত্যক্ষদর্শী মেহেরাজ আলী ফাহিম জানায়, শহরের মাঝ দিয়ে প্রবাহিত চেঙ্গী নদীর গরুর বাজার এলাকায় ভাসমান অবস্থায় লাশটি উদ্ধার করে পুলিশ। সকালে নদীর পাশের দোকানে বসে চা খাওয়ার সময় লাশটি ভেসে যেতে দেখি। পরবর্তীতে স্থানীয়দের সহায়তায় নদীর কিনারায় নিয়ে আসি এবং পুলিশকে জানাই। আনুমানিক ৩০ থেকে ৩৫বছর বয়সী লাশটির মাথার পিছনে আঘাতের চিহ্ন রয়েছে।
খাগড়াছড়ির সদর থানার এসআই মো: রিয়াজ জানান, সকালে খবর পেয়ে চেঙ্গী নদী থেকে আমরা লাশটি উদ্ধার করি। পরবর্তীতে খাগড়াছড়ি সদর থানায় নিয়ে লাশটি সুরতহাল করে আইনি প্রক্রিয়া গ্রহণ করা হয়েছে।
খাগড়াছড়ি সদর থানার ওসি আব্দুল বাতেন মৃধা জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। অজ্ঞাত ব্যক্তির বয়স ৪০-৪১বছর হতে পারে। প্রাথমিক সুরতহাল রিপোর্ট শেষে আইনি পদক্ষেপ নেয়ার কথাও জানান তিনি।