গুজব-অপপ্রচারে কান দেব না:-নারী সমাবেশে বক্তারা


admin প্রকাশের সময় : আগস্ট ২১, ২০২৩, ৮:০০ অপরাহ্ন /
গুজব-অপপ্রচারে কান দেব না:-নারী সমাবেশে বক্তারা

মো সোহেল রানা : খাগড়াছড়ি দীঘিনালা উপজেলা গণযোগাযোগ অধিদপ্তরের নিয়মিত প্রচার কার্যক্রমের আওতায় নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছ্। ২১ আগস্ট সোমবার সকাল সাড়ে ১১টায় মেরুং ইউনিয়ন পরিষদ এর সম্মেলন কক্ষে খাগড়াছড়ি জেলা তথ্য অফিসের আয়োজন বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (অচঅ), ২০২৩-২০২৪ আলোকে গণযোগাযোগ অধিদপ্তরের নিয়মিত প্রচার কার্যক্রমের আওতায় স্মার্ট বাংলাদেশ ও ভিশন ২০৪১, সরকারের বিভিন্ন পদক্ষেপ, মাননীয় প্রধানমন্ত্রীর ১০ টি বিশেষ উদ্যোগ ব্র্যান্ডিং, চতুর্থ শিল্প বিপ্লবের গুরুত্ব, বিভিন্ন ক্ষেত্রে সরকারের অর্জিত সাফল্য ও উন্নয়নপরিকল্পনা, মহান মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস, ভিশন ২০৪১ এর লক্ষ্য ও অর্জনসমূহ এবং ডেঙ্গু প্রতিরোধ, মানব পাচার, মাদক, সন্ত্রাস, গুজব, অপপচার, অপরাজনীতি ও সাম্প্রদায়িকতা, জঙ্গিবাদ ও নাশকতা, ইভটিজিং, বাল্যবিত্ব ইত্যাদি প্রতিরোধ, নৈতিকতা ও মূল্যবোধ সম্পর্কে সচেতনতা, সামাজিক যোগাযোগ মাধ্যমের সদ্ব্যবহার, পরিবেশ সংরক্ষণ, অটিজম, তথ্য অধিকার ইত্যাদি বিষয়ে নারী সমাবেশ এর সভাপতিত্বে করেন জেলা তথ্য অফিসার বাপ্পি চাক্রবর্তী। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে রাখেন দীঘিনালা উপজেলা সহকারী কমিশন (ভূমি) মুহাম্মদ আবুল হাসনাত খাঁন, বিশেষ অতিথি হিসেবে বক্তব্যে রাখেন, দীঘিনালা উপজেলা পরিষদ নারী ভাইস চেয়ারম্যান সীমা দেওয়ান, মেরুং ইউপি চেয়াম্যান মোছা: মাহমুদা বেগম লাকী, দীঘিনালা থানা উপ পরিদর্শন(এসআই) নূরউদ্দিন।
নারী সমাবেশে বক্তরা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারীদেরকে দিয়েছে সমান অধিকার। পুরুষের পাশাপাশি নরীরাও সকল দপ্তরে সমান ভাবে কাজ করতে পারবে। জননেত্রী শেখ হাসিনা সবার কথা চিন্তা করেন, নারীদের আত্মনির্ভরশীল হতে হবে, অধিকার আদায় করে নিতে হবে। নারীরা পারে সুস্থ্য সবল সন্তান জন্ম দিতে। গুজব অপপ্রচার সম্পর্কে সচেতন থাকতে হবে। ২০৪১ সালে বাংলাদেশের প্রতিটি গ্রাম হবে স্মাট ভিলেজ। সেখানে সকল ধরনের ডিজিটাল সুযোগ সুবিধা নাগরিকরা ঘরে বসেই পাবে।