আব্দুল আলী, বিশেষ প্রতিনিধি : খাগড়াছড়ি জেলার গুইমারা দাখিল মাদ্রাসায় দরিদ্র শিক্ষার্থীদের মাঝে চেক বিতরণ, বিজ্ঞান উপকরণ প্রদর্শণ ও মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
৯ অক্টোবর সোমবার সকালে গুইমারা ইসলামিয়া দাখিল মাদ্রাসার ছাত্র-ছাত্রীরদের মধ্য হইতে অতি দরিদ্রতার বিবেচনায় মাদ্রাসার ১৫ জন ছাত্র-ছাত্রীর মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা তহবিলের পাঁচ হাজার টাকা হারে পচাঁত্তর হাজার টাকার আর্থিক অনুদানের চেক বিতরণ, বিজ্ঞান উপকরণ প্রদর্শণ ও মা সমাবেশ অনুষ্ঠিত হয়।
গুইমারা ইসলামিয়া দাখিল মাদ্রাসার হলরুমে পরিচালনা কমিটির সভাপতি শাহ আলমের সভাপতিত্বে মাদ্রাসা শিক্ষক জামাল উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত অনুদানের চেক বিতরণ, বিজ্ঞান উপকরণ প্রদর্শন ও মা সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গুইমারা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান মেমং মারমা এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,গুইমারা উপজেলা নির্বাহী অফিসার রাজীব চৌধুরী।
প্রধান অতিথি মেমং মারমা বলেন, ‘‘বর্তমান সরকার শিক্ষা বান্ধব। শিক্ষার পাশাপাশি ইসলামের জন্যও কাজ করে যাচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা’’।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন গুইমারা ইসলামিয়া দাখিল মাদ্রসার সুপার জায়নুল আবদীন,সহকারী শিক্ষক মো: ইউচুপ, যুব উন্নয়ন কর্মকর্তা মিজানুর রহমান,পল্লী উন্নয়ন কর্মকর্তা এবিএম কামরুজ্জামান প্রমূখ।
আপনার মতামত লিখুন :