গুইমারা কলেজের কৃতি ছাত্রকে পুরস্কৃত করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা


admin প্রকাশের সময় : জুন ৪, ২০২৪, ৮:৪৫ অপরাহ্ন /
গুইমারা কলেজের কৃতি ছাত্রকে পুরস্কৃত করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

 

আবদুল আলী, বিশেষ প্রতিনিধ : ‘আমার চোখে বঙ্গবন্ধু’ শীর্ষক এক মিনিটব্যাপী ভিডিও চিত্র তৈরির প্রতিযোগিতায় জাতীয় পর্যায়ে (উচ্চ মাধ্যমিক ও তদুর্ধ্ব) ১ম স্থান অধিকার করেছে খাগড়াছড়ি পার্বত্য জেলাস্থ গুইমারা সরকারি কলেজের ছাত্র মোঃ মেহেদী হাসান (রনি)।

২ জুন রবিবার সকালে গনভবনে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গুইমারা উপজেলার কৃতি সন্তান রনির হাতে ১ম পুরষ্কার তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন গুইমারা সরকারি কলেজের অধ্যক্ষ নাজিম উদ্দীন এবং মেহেদী হাসান রনির পিতা মাতা।

তার এ কৃতিত্বে গুইমারা উপজেলাবাসী গর্বিত। গুইমারা উপজেলা পরিষদ ও বিভিন্ন সংগঠন এবং ব্যক্তিগতভাবে অনেকেই মো: মেহেদী হাসান রনিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।