গুইমারা উপজেলা সমাজ সেবা অধিদপ্তরের উদ্যোগে গরু ও ছাগল   বিতরন 


admin প্রকাশের সময় : আগস্ট ২৯, ২০২৩, ৮:১৭ অপরাহ্ন /
গুইমারা উপজেলা সমাজ সেবা অধিদপ্তরের উদ্যোগে গরু ও ছাগল   বিতরন 
আবদুল আলী, বিশেষ প্রতিনিধি : খাগড়্ছড়ি জেলার গুইমারা উপজেলা সমাজসেবা অফিস কর্তৃক জাতীয় সমাজ কল্যাণ পরিষদ হতে প্রাপ্ত ভিক্ষুক পূণর্বাসনের আওতায় বরাদ্দকৃত অর্থ দিয়ে ২ জন অসহায় পরিবারকে পূর্ণবাসন করার লক্ষে গরু ও ছাগল বিতরণ করা হয়েছে।
২৯ আগস্ট মঙ্গলবার  গুইমারা উপজেলা পরিষদ কার্যালয়ের সামনে ২ জনকে গরু ও ছাগল তুলে দেন গুইমারা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মেমং মারমা।
এসময় উপস্থিত ছিলেন গুইমারা উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজিব চৌধুরী, উপজেলা ভাইস চেয়ারম্যান কংজরী মারমা, সমাজ সেবা কর্মকর্তা আফজাল হোসেন টিপু, গুইমারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্মল নারায়ণ ত্রিপুরা, হাফছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মংশে চৌধুরী।
গরু ও ছাগল পেয়ে  কালাপানি গ্রামের আবুল খায়ের উপজেলা চেয়ারম্যান, নির্বাহী কর্মকর্তা ও সমাজ সেবা অধিদপ্তরের ও সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, সরকারের এ সহযোগিতা তার জীবনে অর্থনৈতিক পরিবর্তন ঘটাতে ভূমিকা রাখবে।