আবদুল আলী, বিশেষ প্রতিনিধি : খাগড়াছড়ির গুইমারা উপজেলায় সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত মৎস্য চাষীদের মাঝে পোনা মাছ বিতরণ করা হয়েছে। ৪ নভেম্বর সোমবার সকাল ১০ টায় গুইমারা সরকারি উচ্চ বিদ্যালয়ের অডিটোরিয়াম চত্বরে উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে ২০২৪-২০২৫ অর্থ বছরে রাজস্ব বাজেটের আওতায় বন্যায় ক্ষতিগ্রস্ত মৎস্য চাষীদের মাঝে পোনা মাছ বিতরণ করা হয়।
উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে মৎস্য পোনা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা মৎস্য কর্মকর্তা ড. রাজু আহমেদ । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার ওঙ্কার বিশ্বাস, উপজেলা যুব উন্নয়ন অফিসার মোহাং মিজানুর রহমান, গুইমারা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. বাবলু হোসেন প্রমুখ।
উপজেলা মৎস্য অফিসার দীপন চাকমার সার্বিক তত্ত্বাবধানে উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অগ্রণী যুবক বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের সভাপতি মো. ফারুক হোসেন, সম্পাদক এম. জুলফিকার আলী ভুট্টো, আর্ত যুব সমাজ কল্যাণ ফোরামের প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মদ জুয়েল আজিজ এবং গুইমারা মৎস্য অফিসের ফিল্ড অফিসার ম্রাসানাই মারমা।
গুইমারা উপজেলায় ২০২৪-২০২৫ অর্থ বছরে রাজস্ব বাজেটের আওতায় গুইমারা উপজেলায় সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত মৎস্য চাষীদের তালিকাভুক্ত ৬৫ জন মৎস্য চাষীদের মাঝে ৩৫৭ কেজি মৎস্য পোনা বিতরণ করা হয়।
আপনার মতামত লিখুন :