গুইমারায় তারুণ্য নির্ভর উন্নত বাংলাদেশ বিনির্মাণে আলোচনা সভা


admin প্রকাশের সময় : নভেম্বর ২৫, ২০২৪, ৭:৫৫ অপরাহ্ন /
গুইমারায় তারুণ্য নির্ভর উন্নত বাংলাদেশ বিনির্মাণে আলোচনা সভা

 

আবদুল আলী : খাগড়াছড়ি জেলার গুইমারায় তারুণ্য নির্ভর, উন্নত, সমৃদ্ধ, বৈষম্যহীন ও জবাবদিহিতামূলক বাংলাদেশ গঠনের লক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রামগড় তথ্য অফিসের আয়োজনে, ২৫ নভেম্বর সোমবার সকালে গুইমারা সরকারি কলেজে এ সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন গুইমারা সরকারি কলেজের অধ্যক্ষ মোহাম্মদ নাজিম উদ্দিন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণযোগাযোগ অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক খালেদা বেগম। স্বাগত বক্তব্য রাখেন রামগড় সহকারী তথ্য অফিসার খন্দকার তৌহিদ । সভায় আরও উপস্থিত ছিলেন গুইমারা সরকারি কলেজের প্রভাষক এবং গুইমারা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এম. দুলাল আহম্মদসহ কলেজের শিক্ষার্থীরা।

বক্তারা বলেন, ১৯৫২ সালের ভাষা আন্দোলন এবং ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে তরুণরা সাহসী ভূমিকা রেখেছে। ২০২৪ সালের গণঅভ্যুত্থানে তরুণদের নেতৃত্ব দেশকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। পুলিশবিহীন পরিস্থিতিতে তরুণরাই ট্রাফিক পরিচালনা এবং বাজার নিয়ন্ত্রণের মতো দায়িত্ব পালন করেছে। তরুণ প্রজন্ম এখন আইন সম্পর্কে সচেতন এবং দেশ গঠনে সক্রিয়।

তারা আরও বলেন, তারুণ্যের শক্তি আমাদের অপার সম্ভাবনার প্রতীক। গুণগত গবেষণা, প্রযুক্তিনির্ভর শিক্ষা এবং সৃজনশীলতার মাধ্যমে তরুণদের দক্ষ করে গড়ে তুলতে হবে। সততা, দায়িত্বশীলতা এবং দেশপ্রেমের মাধ্যমে তরুণ প্রজন্মই বৈষম্যহীন, জবাবদিহিতামূলক একটি সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলবে।

বক্তারা দেশের ভবিষ্যৎ উন্নয়নে তরুণদের সক্রিয় অংশগ্রহণ বাড়ানোর আহ্বান জানিয়ে বলেন, “জুলাই অভ্যুত্থানের মতো অর্জন যেন বৈষম্যের নতুন সৃষ্টি না করে। তারুণ্যের শক্তিকে কাজে লাগিয়ে সবাই মিলে একটি উন্নত, বৈষম্যহীন এবং জবাবদিহিতাপূর্ণ রাষ্ট্র গঠনে এগিয়ে আসতে হবে।”