গুইমারায় গ্রামীণ সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ


admin প্রকাশের সময় : এপ্রিল ১২, ২০২৫, ৯:০০ অপরাহ্ন /
গুইমারায় গ্রামীণ সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ

প্রতিনিধি: খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের অর্থায়নে গুইমারা উপজেলার রেম্রাপাড়া এলাকায় গ্রামীণ সড়ক উন্নয়ন প্রকল্পে অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। স্থানীয়দের অভিযোগ, প্রায় ১ কোটি টাকার এইচবিবি (হেরিং বোন বন্ড) প্রকল্পে নিম্নমানের ইট এবং পাহাড়ি মাটি ব্যবহার করা হচ্ছে।

২০২৪-২৫ অর্থবছরে নেয়া প্রকল্পটির আওতায় হাফছড়ি ইউনিয়নের মরার দোকান থেকে ছোট পিলাক পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার রাস্তা উন্নয়নের কাজ চলছে। মাঠপর্যায়ে দেখা গেছে, রাস্তার নিচের স্তরে ব্যবহৃত হচ্ছে ২ নাম্বার (নিম্নমানের) ইট এবং উপরিভাগে এক নাম্বার ইট। তাছাড়া, নির্ধারিত বালুর পরিবর্তে রাস্তার পাশে থাকা পাহাড়ি মাটি ব্যবহার করা হচ্ছে।

এক শ্রমিক জানান, “যা উপকরণ দেওয়া হয়েছে, তাই দিয়েই কাজ চলছে।”
স্থানীয় ইউপিডিএফ কর্মী দর্জয় চাকমার মতে, “এই রাস্তা বর্ষা এলেই নষ্ট হয়ে যাবে। পাহাড়ি মাটি দিয়ে কাজ করায় রাস্তার টেকসই হবে না।”

স্থানীয় ইউপি সদস্য ম্রাসাজাই মারমা এ বিষয়ে মন্তব্য না করে জানান, “নেতা কাজ করাচ্ছে।”
মারমা ঐক্য পরিষদের গুইমারা উপজেলা সভাপতি অংগ্য মারমা বলেন, “আমাদের উপজেলা কমিটি এই প্রকল্পে জড়িত নয়। যদি কারও নাম ব্যবহার করে অনিয়ম হয়, সেটা ঠিক হয়নি।”

জানা গেছে, প্রকল্পটি বাস্তবায়ন করছে জেলা পরিষদের এক ক্যাশিয়ারের আত্মীয় অংলাপ্রু মারমা, যিনি মারমা ঐক্য পরিষদের এক নেতার শ্যালক। তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও পাওয়া যায়নি।

জেলা পরিষদের প্রধান প্রকৌশলী প্রদীপ বাবুর সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও সাড়া মেলেনি। সহকারী প্রকৌশলী জামির হোসেন বর্তমানে ওমরাহ হজ পালনরত থাকায় তিনি বিস্তারিত জানাতে পারেননি।