আবদুল আলী : ঘন কুয়াশার চাদরে ঢাকা খাগড়াছড়ির গুইমারা উপজেলার হাতিমুড়া এলাকায় চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কে চট্টগ্রাম গামী শান্তি পরিবহনের সাথে বিপরীত মুখী মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত মোটর সাইকেল চালক মো. শহিদুল আলম (৩২) মারা গেছে। এ ঘটনায় মোটর সাইকেলের যাত্রী গুরুতর আহত হয়েছে। নিহত শহিদুল ইসলাম ফটিকছড়ি উপজেলার সুয়াবিল এলাকার মো. বাবর আলীর পুত্র। মোটরসাইকেলে থাকা অপর আহত যুবক মো.ইমতিয়াজ উদ্দিন দুর্জয় (২৫) মানিকছড়ি হাসপাতালে চিকিৎসাধীন। চিকিৎসক ডা. মহিউদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
গুইমারা থানার ওসি আরিফুল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দূর্ঘটনা কবলিত গাড়ী ও মোটর সাইকেল উদ্ধার করা হয়েছে।
আপনার মতামত লিখুন :