গুইমারায় মৎস্য দপ্তরের সাথে সাংবাদিকদের মতবিনিময়


admin প্রকাশের সময় : জুলাই ২৫, ২০২৩, ১০:২২ পূর্বাহ্ন /
গুইমারায় মৎস্য দপ্তরের সাথে সাংবাদিকদের মতবিনিময়
আবদুল আলী, বিশেষ প্রতিনিধি :
“ নিরাপদ মাছে ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ” এই স্লোগানকে সামনে রেখে খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে মৎস্য সম্পদের সুরক্ষা ও সমৃদ্ধি অর্জনে মৎস্য দপ্তর কর্তৃক গৃহীত কার্যক্রম বিষয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
২৪ জুলাই সোমবার  উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় গুইমারা উপজেলা মৎস্য কর্মকর্তা ও সদস্য সচিব দীপন চাকমার সভাপতিত্বে উপস্থিত ছিলেন, গুইমারা উপজেলা প্রেসক্লাব সভাপতি মো: নুরুল আলম, সাধারণ সম্পাদক এম দুলাল আহাম্মেদ, অর্থ সম্পাদক শাহ আলম রানা ও দপ্তর সম্পাদক আনোয়ার হোসেন প্রমূখ।
সভার সভাপতি মতবিনিময় কালে সাংবাদিকদের নিকট থেকে মৎস্য সম্পাদের সুরক্ষা ও সমৃদ্ধি অর্জনে কোন কোন পদক্ষেপ গ্রহণ করা যেতে পারে সেই বিষয়ে পরামর্শ নেন ও মৎস্য চাষিদের মাঝে মাছ চাষে  কিভাবে উদ্বুদ্ধ করা যায় সেই বিষয়ে আলোকপাত করেন। এছাড়াও বিভিন্ন দিক নিদের্শনা মূলক বক্তব্য দিয়ে সভার সমাপ্তি করা হয়।