মোঃ আবদুল আলী: খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলার রামসু বাজার এলাকায় সহিংসতার অষ্টম দিনেও আইনশৃঙ্খলা বাহিনীর কড়া নিরাপত্তা জারি রয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেনাবাহিনী, বিজিবি ও আনসার সদস্যরা দিনরাত টহল অব্যাহত রেখেছে।
প্রশাসনের পক্ষ থেকে ১৪৪ ধারা প্রত্যাহারের পরও এলাকা জুড়ে নিরাপত্তা জোরদার রাখা হয়েছে। রামসু বাজার প্রবেশমুখে সেনাবাহিনী একটি অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে নিয়মিত পাহারা দিচ্ছে।
সরেজমিনে দেখা গেছে, সেনাবাহিনীর পাশাপাশি বিজিবি ও স্থানীয় প্রশাসন সমন্বিতভাবে কাজ করছে, যাতে জনমনে আস্থা ফিরিয়ে আনা যায়। গুইমারা রিজিয়ন ও সিন্দুকছড়ি জোনের সেনাসদস্যরা স্থানীয়দের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ বজায় রেখে শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠার জন্য কাজ করছেন।
উপজেলা প্রশাসনের সূত্র জানায়, জেলা প্রশাসকের নির্দেশে খুব শিগগিরই পাহাড়ি ও বাঙালি দুই সম্প্রদায়ের নেতৃবৃন্দকে নিয়ে সম্প্রীতি ও পরিস্থিতি স্বাভাবিকীকরণে এক সভা আয়োজন করা হবে।
উল্লেখ্য, গত ২৮ সেপ্টেম্বর গুইমারায় ১৪৪ ধারা ভঙ্গের ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সংঘর্ষের পর এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়। এরপর থেকে টানা কয়েকদিন ধরে প্রশাসন কঠোর নজরদারি বজায় রেখেছে যাতে পুনরায় কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি না হয়।
আপনার মতামত লিখুন :