প্রতিনিধি: পবিত্র রমজান উপলক্ষে খাগড়াছড়ি সদর জোন স্থানীয় ও অস্বচ্ছল পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছে।
১১ মার্চ মঙ্গলবার সকালে সদর জোনের মাঠে আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ১০০ পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেন সদর জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল খাদেমুল ইসলাম।
এই কর্মসূচির আওতায় প্রতিটি পরিবারকে ৫ কেজি চাল, ১ কেজি ডাল, ১ কেজি চিনি, ১ কেজি ছোলা ও ১ কেজি মুড়ি দেওয়া হয়।
ইফতার সামগ্রী বিতরণকালে জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল খাদেমুল ইসলাম বলেন, পার্বত্য চট্টগ্রামে সম্প্রীতির নিদর্শন হিসেবে খাগড়াছড়ি জোন এ ধরনের কার্যক্রম পরিচালনা করছে এবং ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত থাকবে। তিনি ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলকে একসঙ্গে থাকার ও একে অপরকে সহায়তা করার আহ্বান জানান।
এ সময় স্থানীয়রা খাগড়াছড়ি জোনের এই মানবিক ও সামাজিক সহযোগিতার উদ্যোগের প্রশংসা করেন।
আপনার মতামত লিখুন :