খাগড়াছড়ি বাজার মনিটরিং অভিযানে অর্থদণ্ড


admin প্রকাশের সময় : মার্চ ১১, ২০২৫, ৭:২৬ অপরাহ্ন /
খাগড়াছড়ি বাজার মনিটরিং অভিযানে অর্থদণ্ড

 

প্রতিনিধি : পবিত্র রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ন্ত্রণে রাখতে খাগড়াছড়িতে নিয়মিত বাজার মনিটরিং অভিযান পরিচালনা করছে জেলা প্রশাসন। এর অংশ হিসেবে মঙ্গলবার (১১ মার্চ) বিকালে খাগড়াছড়ি পৌর শহরে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট হাসান মারুফের নেতৃত্বে জেলা বাজার মনিটরিং টাস্কফোর্স অভিযান পরিচালনা করে।

অভিযান চলাকালে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এ জেড এম নাহিদ হোসেন ভোক্তা অধিকার সংরক্ষণ আইন লঙ্ঘনের দায়ে পাঁচজন ব্যবসায়ীকে মোট ১৮ হাজার ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন।

এছাড়া, ব্যবসায়ীদের পণ্যের মূল্য তালিকা প্রদর্শন, পাইকারি ক্রয়ের রশিদ সংরক্ষণ এবং তেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্য মজুদ না করার নির্দেশনা প্রদান করা হয়।

অভিযানে আরও উপস্থিত ছিলেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. সাজ্জাদ হোসেন, জেলা খাদ্য নিয়ন্ত্রক সন্তোষ কান্তি চাকমা, বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মো. ইউনুস, সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, ছাত্র প্রতিনিধি জাহিদ হাসান ও আল আমিন, নিরাপদ খাদ্য কর্মকর্তা মোহাম্মদ ইয়াছিনসহ অন্যান্য সংশ্লিষ্টরা।