খাগড়াছড়ি পেইড পিয়ার ভলান্টিয়ার কার্যক্রম বন্ধের আদেশ স্থগিত চেয়ে মানববন্ধন


admin প্রকাশের সময় : জুন ২৬, ২০২৪, ৮:৩০ অপরাহ্ন /
খাগড়াছড়ি পেইড পিয়ার ভলান্টিয়ার কার্যক্রম বন্ধের আদেশ স্থগিত চেয়ে মানববন্ধন

ডেস্ক রিপোর্ট:

খাগড়াছড়িতে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের অধীনে কর্মরত পেইড পিয়ার ভলান্টিয়ার কার্যক্রম বন্ধের আদেশ স্থগিত চেয়ে মানববন্ধন করেছে ভুক্তভোগীরা।

বুধবার (২৬ জুন) খাগড়াছড়ি প্রেস ক্লাবের সামনে মানববন্ধনটি অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন উপজেলায় কর্মরত শতাধিত ভোলান্টিয়ার অংশ নেন।

এতে বক্তব্য রাখেন মানববন্ধনের সমন্বয়ক নূরজাহান আক্তার, সহ-সমন্বয়ক রিকু সিকদার, সুনিতা ত্রিপুরা, জেসমিন আক্তার।

মানববন্ধন থেকে বক্তারা বলেন, ২০১৮ সালের পর থেকে ধারাবাহিকভাবে বিভিন্ন উপজেলায় পেইড পিয়ার ভলান্টিয়ার হিসেবে কর্মরত আছি। যা দিয়ে নিয়ে চুক্তি ভিত্তিক নিয়োগের মেয়াদ শেষ হওয়া হঠাৎ

মানববন্ধন থেকে বক্তারা বলেন, ২০১৮ সালের পর থেকে ধারাবাহিকভাবে বিভিন্ন উপজেলায় পেইড পিয়ার ভলান্টিয়ার হিসেবে কর্মরত আছি। যা দিয়ে নিয়ে চুক্তি ভিত্তিক নিয়োগের মেয়াদ শেষ হওয়া হঠাৎ করে চাকরি শেষের নোটিশ জারি করে। ফলে আমরা < মামাদের পরিবার নিয়ে অনিশ্চিত ভবিষ্যতে দিকে যাচ্ছি।

তাই মানববন্ধন থেকে চাকরির চুক্তি নবায়ন করার দাবি জানানো হয়। পরে একই দাবিতে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেয়া হয়।