খাগড়াছড়ি জেলায় বন্যার্তদের ব্র্যাকের ত্রাণ বিতরন


admin প্রকাশের সময় : আগস্ট ২৬, ২০২৪, ৫:৪৮ অপরাহ্ন /
খাগড়াছড়ি জেলায় বন্যার্তদের ব্র্যাকের ত্রাণ বিতরন

 

ইমন : খাগড়াছড়ির দীঘিনালা,খাগড়াছড়ি সদর,রামগড়,মাটিরাঙ্গা ও পানছড়িতে বন্যা প্লাবিত পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে উন্নয়ন সংস্থা ব্র্যাক। দীঘিনালার মেরুং এবং বোয়ালখালী বানভাসী ৩০৩পরিবারকে, খাগড়াছড়ি সদর উপজেলার গঞ্জপাড়া,মুসলিমপাড়া,শান্তিনগর এলাকায় ৩০০ পরিবার, রামগড় উপজেলায় ১৫০ পরিবার, মাটিরাঙ্গার তবলছড়ি এবং তাইন্দং এ ৬০ পরিবার, পানছড়ির পুজগাঁও এবং লোগাং এ ১৫০ পরিবারের মাঝে সহায়তা প্রদান করা হয়েছে। মেরূং ইউনিয়নে ত্রাণ পৌছাতে নৌকা ও গাড়ি দিয়ে সহযোগিতা করেছেন দীঘিনালা উপজেলা নির্বাহী অফিসার মো:মামুনুর রশিদ । রামগড় এবং দীঘিনালা উপজেলায় শুকনা খাবার বিতরণ করা হয়। অন্য উপজেলায় চাল- ১০ কেজি, সয়াবিন তেল- ১ লিটার, আলু- ২ কেজি, মসুর ডাল- ১ কেজি, লবণ- ১ কেজি, মোমবাতি- ১ প্যাকেট, গ্যাস লাইট- ১টি, এনার্জি প্লাস বিস্কিট- ১ প্যাকেট , খাবার স্যালাইন- ৫ টি, বিশুদ্ধ পানি-২ লিটার, পেঁয়াজ- ১ কেজি, রসুন- ২৫০ গ্রাম, নাপা ট্যাবলেট- ১ পাতা । এসময় ব্র্যাক জেলা সমন্বয়কসহ স্থানীয় জনসাধারণ উপস্থিত ছিলেন।