খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক : খাগড়াছড়ি জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উদ্যোগে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী অন্তর্জাতিক দিবস উপলক্ষ্যে মাদকবিরোধী মানববন্ধন ও স্টিকার লাগানো কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। ৮জুলাই সোমবার সকাল সাড়ে ১০টায় খাগড়াছড়ি বাস স্টেশনে মানববন্ধন ও স্টিকার লাগানোর কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক এ.কে.এম দিদারুল আলম’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রোজলিন শহীদ চৌধুরী।
এদিন কর্মসূচি হিসেবে প্রথমে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে বিভিন্ন যানবাহনে মাদকবিরোধী সচেতনতা বিষয়ক স্টিকার লাগানো হয়। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার মো. জসীম উদ্দিনসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :