খাগড়াছড়িতে বন্যা দুর্গতদের পাশে জেলা ও দায়রা জজ


admin প্রকাশের সময় : আগস্ট ২৩, ২০২৪, ৫:০১ অপরাহ্ন /
খাগড়াছড়িতে বন্যা দুর্গতদের পাশে জেলা ও দায়রা জজ

মোফাজ্জল হোসেন ইলিয়াছ :  খাদ্য সহায়তা নিয়ে বন্যা দুর্গতদের পাশে দাঁড়িয়েছে খাগড়াছড়ি জেলা ও দায়রা জজ মো. আবদুল্লাহ আল মামুন। তিনি ২২ আগস্ট বৃহস্পতিবার এবং ২৩ আগস্ট শুক্রবারও খাগড়াছড়ি শহরের আশে-পাশের গঞ্জপাড়া, আনসার পার্ক এলাকা, কৈবল্যপীট, নিকুঞ্জ আবাসিক ও শব্দমিয়া পাড়ায় শতাধিক পরিবারের মাঝে শুকনো খাবার বিতরণ করেন।

তিনি এই কার্যক্রম চলমান রাখার ঘোষনা দিয়েছেন এবং আগামী ২৪ আগস্ট শনিবার সকালে আরো ২শত পরিবারের মাঝে চাল,-ডাল, তেল ও আলু বিতরণ করবেন বলে দৈনিক সবুজ পাতার দেশ পত্রিকাকে অবহিত করেন ।

এসময় অতিরিক্ত জেলা ও দায়রা জজ মুহাম্মদ শাহাদাত হোসেন, সিনিয়র সহকারী জজ রাজীব কুমার দে, জেলা আইনজীবী সমিতির তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক জসিম উদ্দিন মজুমদার এবং সিনিয়র আইনজীবী আবদুল মালেক মিন্টূ উপস্থিত ছিলেন।