খাগড়াছড়িতে গণধর্ষণ মামলার অভিযোগে ৩ আসামী গ্রেফতার


admin প্রকাশের সময় : আগস্ট ২৯, ২০২৪, ৭:২৫ পূর্বাহ্ন /
খাগড়াছড়িতে গণধর্ষণ মামলার অভিযোগে ৩ আসামী গ্রেফতার

 

প্রতিনিধি : খাগড়াছড়ি জেলার সার্বিক আইন শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক ও গতিশীল রাখার লক্ষ্যে খাগড়াছড়ি জেলার পুলিশ সুপার মুক্তা ধর পিপিএম (বার) ফৌজদারী মামলার আসামী গ্রেফতার, দীর্ঘদিনের বিলম্বিত পরোয়ানা তামিল, অভ্যাসগত চোর ডাকাত চক্রের বর্তমান অবস্থান নির্ধারণ ও তথ্য সংগ্রহ সহ বিভিন্ন প্রকার উদ্ধার অভিযানের বিষয়ে জেলার সকল পর্যায়ের অফিসার ও ফোর্সদের নিকট জোর তাগিদ প্রদান করেছেন। এরই ধারাবাহিকতায় রামগড় থানার একাধিক চৌকস টিম এক নারীকে ধর্ষণের অভিযোগে এজাহারনামীয় ৩ জন আসামীকে গ্রেফতার করে ।
মামলা রুজুর পরবতীর্তে পুলিশ সুপারের সার্বিক তত্ত্বাবধান ও দিকনির্দেশনায় রামগড় থানার একাধিক চৌকস টিম আসামীদের গ্রেফতারের অভিযান শুরু করে। ২৭শে আগস্ট গোপন সংবাদের ভিত্তিতে ১ নং আসামী মোঃ ইউসুফ, পিতা ইসমাইল হোসেন, ২ নং আসামি মোঃ রানা, পিতা মীর হোসেন, ৩ নং আসামি মোঃ ফয়সাল, পিতা দুলাল মিয়া, ্্্্্উভয় ঠিকানা : – গ্রাম নাকাপা, পাতাছড়া ইউপি, উপজেলা রামগড়, জেলা খাগড়াছড়িকে রামগড় থানাধীন নাকাপা এলাকা হতে গ্রেফতার করে।