খাগড়াছড়িতে কৃষক দলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন


admin প্রকাশের সময় : ডিসেম্বর ১১, ২০২৪, ৭:৫৯ অপরাহ্ন /
খাগড়াছড়িতে কৃষক দলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

প্রতিনিধি: খাগড়াছড়ি পার্বত্য জেলায় বর্ণিল আয়োজন ও ব্যাপক শো-ডাউনের মাধ্যমে কৃষক দলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। এ উপলক্ষে ১১ ডিসেম্বর বুধবার  দুপুরে শহরের মিল্লাত চত্বরে জমকালো আনন্দ র‌্যালির আয়োজন করা হয়।

র‌্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্মৃতি ভাস্কর্যে পুষ্পমাল্য অর্পণের মাধ্যমে শেষ হয়। পরে দলীয় কার্যালয়ের সামনে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। খাগড়াছড়ি জেলা কৃষক দলের সভাপতি পারদর্শী বড়ুয়ার সভাপতিত্বে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি প্রবীণ চন্দ্র চাকমা।সমাবেশে বক্তারা আওয়ামী লীগ সরকারের নীতির কড়া সমালোচনা করে বলেন, ‘‘শেখ হাসিনার সরকার সাড়ে ১৫ বছরের শাসনামলে অন্যান্য খাতের মতো কৃষি খাতকেও ধ্বংসের মুখে ঠেলে দিয়েছে, যা কৃষকদের মেরুদণ্ড ভেঙে দেওয়ার শামিল।’’

বক্তারা দেশের কৃষি খাতের সংকট ও কৃষকদের অধিকার নিয়ে উদ্বেগ প্রকাশ করেন এবং কৃষক দলের আন্দোলন ও সংগ্রামের লক্ষ্য পুনর্ব্যক্ত করেন।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন:

  • খাগড়াছড়ি জেলা বিএনপির সহ-সভাপতি কংচারী মাস্টার ও ক্ষেত্রমোহন রোয়াজা
  • যুগ্ম সম্পাদক মোশাররফ হোসেন
  • সাংগঠনিক সম্পাদক আব্দুর রব রাজা ও আবু তালেব
  • কৃষক দলের সাধারণ সম্পাদক নীলপদ চাকমা ও সাংগঠনিক সম্পাদক হান্নান সরকার
  • জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব নূর মোহাম্মদ হৃদয়
  • ছাত্রদলের সভাপতি শাহেদুল হোসেন সুমন
এ বর্ণাঢ্য আয়োজন ও শো-ডাউনে জেলা বিএনপির নেতৃবৃন্দসহ কৃষক দলের নেতাকর্মী ও সমর্থকরা ব্যাপক সংখ্যায় উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের পুরো পরিবেশ ছিল উৎসবমুখর।