খাগড়াছড়ি সরকারি মহিলা কলেজে বই পাঠ উৎসব


admin প্রকাশের সময় : ফেব্রুয়ারি ২০, ২০২৪, ৯:০৬ অপরাহ্ন /
খাগড়াছড়ি সরকারি মহিলা কলেজে বই পাঠ উৎসব

 

খাকন বিকাশ ত্রিপুরা জ্যাক : আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে সামনে রেখে খাগড়াছড়ি জেলা পুলিশ ও পুলিশ নারী কল্যাণ সমিতির উদ্যোগে বই পাঠ উৎসব অনুষ্ঠিত হয়েছে। ১৯ফেব্রুয়ারি সোমবার বিকালের দিকে সরকারি মহিলা কলেজ প্রাঙ্গণে এ বই পাঠ উৎসব অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মুক্তা ধর এবং সভাপতিত্ব করেন খাগড়াছড়ি সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ শাহ আলমগীর । বই পাঠ উৎসব প্রতিযোগিতায় খাগড়াছড়ি সরকারি মহিলা কলেজের ৭০জন শিক্ষার্থী অংশ নেন।

অতিথিরা বলেন,বই পড়বে,বই কিনবে। বই পড়ে কেউ দেওলিয়া হয় না।
ইদানিং কালে আমরা লক্ষ্য করছি যে তরুণ প্রজন্ম মোবাইল ফেসবুকে অধিক আসক্ত হয়ে যাচ্ছে। এ সকল বিষয় থেকে শিক্ষার্থীদের দূরে রাখতে সপ্তাহব্যাপী বই পাঠের উৎসব আয়োজনের মূল উদ্দেশ্য।
বই পড়লে স্মৃতিশক্তি বৃদ্ধি পায়। যেমন গল্পের বইয়ের বিভিন্ন চরিত্র, ইতিহাস, পটভূমি, গল্পের উদ্দেশ্যসহ ধারাবাহিকভাবে রাখা উচিত। এ সমস্ত তথ্যভান্ডার আমাদের কাছে বোঝা মনে হলেও মস্তিষ্কের অসাধারণ ক্ষমতা রয়েছে সবকিছু মনে রাখার মতো। প্রতিটি বই মস্তিষ্কের নতুন স্মৃতি একটি নতুন জ্ঞান তৈরি করতে সক্ষম। এর ফলে বিদ্যমান স্মৃতিকে আরও শক্তিশালী করে এবং স্বল্পমেয়াদী স্মৃতিকে আরও উন্নত করে।
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জসীম উদ্দিন,খাগড়াছড়ি সদর থানার অফিসার্স ইনচার্জ তানভীর হাসান,খাগড়াছড়ি সরকারি মহিলা কলেজের সহযোগী অধ্যাপক মোঃ জহিরুল ইসলাম,সহযোগী অধ্যাপক হাসু চাকমা,প্রভাষক রিয়াজুল হক সোহেল, সহকারী অধ্যাপক মোসাঃ শামীম আরা বেগম,বিশ্বসাহিত্য কেন্দ্র ভ্রাম্যমাণ লাইব্রেরি জেলা কর্মকর্তা আজিম উদ্দীনসহ অত্র কলেজের অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।