খাগড়াছড়ি জেলা সাংবাদিক ইউনিয়নের উদ্যোগে এতিমখানায় খাবার বিতরণ


admin প্রকাশের সময় : নভেম্বর ১২, ২০২৩, ৮:০৪ অপরাহ্ন /
খাগড়াছড়ি জেলা সাংবাদিক ইউনিয়নের উদ্যোগে এতিমখানায় খাবার বিতরণ

 

প্রতিনিধি : খাগড়াছড়ি জেলা সাংবাদিক ইউনিয়নের আয়োজনে এবং জেলা প্রশাসনের সহযোগিতায় পবিত্র ঈদে মিলাদুন্নবী উদযাপন উপলক্ষে আল আমিন বারীয়া হেফজখানা ও এতিমখানায় শিশুদের মাঝে উন্নতমানের খাবার বিতরণ করা হয়েছে।
১২নভেম্বর দুপুরের খাগড়াছড়ি শহরস্থ আল আমিন বারীয়া হেফজখানা ও এতিমখানায় খাবার বিতরণের পূর্বে মিলাদ মাহফিল ও বিশে^র সকল মানুষের কল্যাণে মোনাজাত অনুষ্ঠিত হয়।
এ সময় আল আমিন বারীয়া হেফজখানা ও এতিমখানা’র ইমাম মো: নুরুল হুদা,খাগড়াছড়ি জেলা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ও প্রেসক্লাবের সভাপতি জীতেন বড়ুয়া,ইউনিয়নের সদস্য ও এনটিভি’র জেলা প্রতিনিধি আবু তাহের মুহাম্মদ,যমুনা টেলিভিশনের জেলা প্রতিনিধি শাহরিয়ার ইউনুসসহ জেলা সাংবাদিক ইউনিয়নের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।