রহিম হৃদয় : খাগড়াছড়ি জেলার সংবাদকর্মীদের অধিকার আদায়ের সংগঠন “খাগড়াছড়ি জেলা সাংবাদিক ইউনিয়ন” গঠন করা হয়েছে। ১৬ আগস্ট বুধবার বিকেলে জেলা শিল্পকলা একাডেমির হলরুমে আয়োজিত এক জরুরী সভায় নবগঠিত কমিটির আত্মপ্রকাশ হয়। ৫১ সদস্য বিশিষ্ট নবগঠিত এই কমিটিতে জেলার প্রবীণ সাংবাদিক তরুণ কুমার ভট্টাচার্য্যকে সভাপতি এবং প্রেস ক্লাবের সভাপতি বিশিষ্ট সাংবাদিক জীতেন বড়ুয়াকে সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত করা হয়েছে। এছাড়াও কমিটিতে সহ-সভাপতি হিসেবে রয়েছেন জ্যেষ্ঠতম সাংবাদিক মো. আজিম উল হক এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্বে রয়েছেন সমির মল্লিক। ১১ জন নির্বাহী সদস্য ও ৪০ জন সাধারন সদস্য নিয়ে গঠিত এই কমিটির মেয়াদকাল দুই বছর।
আপনার মতামত লিখুন :