খাগড়াছড়ি জেলা সদরে ‘বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব আবাসন প্রকল্প’ উদ্বোধন


admin প্রকাশের সময় : নভেম্বর ১৪, ২০২৩, ৮:৫৯ অপরাহ্ন /
খাগড়াছড়ি জেলা সদরে ‘বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব আবাসন প্রকল্প’ উদ্বোধন

সবুজ পাতার ডেস্ক : ‘বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব আবাসন প্রকল্প’-এর শুভ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ১৪ নভেম্বর মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে তিনি এ প্রকল্পের উদ্বোধন করেন। খাগড়াছড়ি জেলা শহরের শালবন রসুলপুর এলাকায় ১৩কোটি ৭৩ লাখ টাকা ব্যয়ে স্থানীয় সরকার বিভাগ বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব আবাসন প্রকল্প” নামে প্রকল্পটি নির্মান করেছে। দৃষ্টিনন্দন ‘বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব আবাসন প্রকল্পে’ ঠাঁই পেয়েছে ৬০ পরিবার। সুপেয় পানি, যোগাযোগ, বিদ্যুৎ, সৌর বিদ্যুৎ, পুকুরসহ পর্যাপ্ত নাগরিক সুবিধা রয়েছে। প্রধান সড়কের সঙ্গে প্রশস্ত একটি সড়ক এসে মিশেছে আবাসন প্রকল্পে। সেখান থেকে ছোট সড়ক পৌঁছেছে প্রতিটি ভবনের প্রধান ফটকে। পাহাড়ের চূড়ায় ১৫টি আবাসিক দুইতলা ভবন। দুইতলা বিশিষ্ট প্রতি ভবনে ৪টি করে পরিবার বসবাস করবে। ভিডিও কনফারেন্স এর মাধ্যমে উদ্বোধনী অনুষ্ঠানে শরনার্থী পুনর্বাসন বিষয়ক টাস্কফোর্স চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা, এমপি,জেলা প্রশাসক মো: সহিদুজ্জামান, পুলিশ সুপার মুক্তাধর, পৌর মেয়র নির্মলেন্দু চৌধুরীসহ উপকারভোগী পরিবার,মুক্তিযোদ্ধা,সরকারী বিভাগীয় প্রধানগণ উপস্থিত ছিলেন।