খাগড়াছড়ি ওয়াইডাব্লিউএ এর ২৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন


admin প্রকাশের সময় : নভেম্বর ৬, ২০২৩, ৮:৪০ অপরাহ্ন /
খাগড়াছড়ি ওয়াইডাব্লিউএ এর ২৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক : ইয়ং উইমেন্স খ্রীস্টিয়ান এসোসিয়েশন (ওয়াইডাব্লিউসিএ) খাগড়াছড়ি’র উদ্যোগে ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ২১তম সাধারন সভা অনুষ্ঠিত হয়েছে।
৪ নভেম্বর শনিবার সকাল ১১টায় খাগড়াছড়ি জেলা সদরের মহিলা কলেজ রোড সংলগ্ন সংস্থার কার্যালয়ে এ উপলক্ষ্যে পবিত্র ধর্মীয় সংগীত পরিবেশন ও কেক কেটে দিবসটি উদযাপন করা হয়। পরে আলোচনা সভায় বার্ষিক প্রতিবেদন,স্কুল প্রোগ্রাম,সেভিংস এন্ড ক্রেডিট প্রোগ্রাম ও পরিকল্পনা বিষয়ে আলোকপাত করা হয়। জেলা ওয়াইডাব্লিউসিএ এর ফিল্ড সুপার ভাইজার রিতা ত্রিপুরা’র সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন সংস্থার সাধারণ সম্পাদক পুষ্পিতা ত্রিপুরা। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্থা’র সভানেত্রী শাপলা দেবী ত্রিপুরা।
এ সময় ওয়াইডাব্লিউসিএ এর আজীবন সদস্য ত্রিনা চাকমা,সহ-সভানেত্রী তুলসী চাকমা,আজীবন সদস্য মৃদুরেখা ত্রিপুরা,হিসাব রক্ষক কল্যাণ বিকাশ ত্রিপুরাসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।