খাগড়াছড়ি উদ্যোক্তা ফোরাম’র আত্মপ্রকাশ, আহবায়ক সুজন চাকমা সদস্য সচিব মোঃ আশেক উল্লাহ

নিজস্ব প্রতিবেদক :
আর নয় চাকরির অপেক্ষায় সাহসী উদ্যোক্তা হব বাংলাদেশের অগ্রযাত্রায়। এই মূল মন্ত্রকে সামনে রেখে আওয়ামীলীগ সরকারের নির্বাচনী ইশতেহার অনুযায়ী দেশের নতুন নতুন উদ্যোক্তা সৃষ্টি করণ ও অমিত সম্ভাবনা কে কাজে লাগিয়ে ২০২১ সালের মধ্যে মধ্যম আয়ের দেশ এবং ২০৪১ সালের মধ্যে উন্নত দেশে পরিণত হওয়ার লক্ষ্য নিয়ে উদ্যোক্তা সৃষ্টি ও দক্ষতা উন্নয়ন প্রকল্প চালু করে বিনিয়োগ বোর্ড প্রধানমন্ত্রীর কার্যালয়। বিনিয়োগ প্রসারে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (BIDA) এরই মধ্যে সম্পন্ন করেছে উদ্যোক্তা সৃষ্টি ও দক্ষতা উন্নয়ন প্রকল্পের (ESDP) পরিচালিত এক মাসের উদ্যোক্তা প্রশিক্ষণ কর্মসূচি। উদ্যোক্তা সৃষ্টি ও দক্ষতা উন্নয়ন প্রকল্পের (ESDP) পরিচালক হাফিজুল্লাহ্ খান লিটন (উপ সচিব) ও বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ’র নির্বাহী চেয়ারম্যান মোঃ সিরাজুল ইসলাম (সিনিয়র সচিব) প্রধানমন্ত্রীর কার্যালয় এর তত্বাবধানে এই প্রকল্পের প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয় ২০১৯ সালে। দেশের. ৬৪ জেলায় ১৫ টি ব্যাচে প্রশিক্ষণ গ্রহণ করে সর্বমোট ২৪০০০ উদ্যোক্তা। প্রশিক্ষণ শেষে সবাই কে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (BIDA) দক্ষতা সনদ প্রধান করা হয়। তারই ধারাবাহিকতায় সারাদেশের ন্যায় উদ্যোক্তাদের সুসংগঠিত করার লক্ষ্যে পাহাড়ের জেলা খাগড়াছড়িতে ১০ই জানুয়ারী (সোমবার) ২০২২ ইংরেজী উদ্যোক্তা ফোরাম খাগড়াছড়ি’র আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। খাগড়াছড়ি সদর মহাজন পাড়াস্থ FnF রেস্টুরেন্টে ESDP প্রশিক্ষণ প্রাপ্ত উদ্যোক্তা এবং প্রশিক্ষণ গ্রহণ করার সুযোগ হয়নি কিন্তু বাস্তবিক অর্থে যারা সফল উদ্যোক্তা তাদেরকে নিয়ে এক জরুরী সভার আয়োজন করা হয়। উদ্যোক্তা সভায় সভাপতিত্ব করেন বর্তমান আহবায়ক সুজন চাকমা এবং সঞ্চালনা করেন ইঞ্জিনিয়ার মোঃ মনির হোসেন। সভায় স্বাগত বক্তব্য রাখেন দেশের পরিচিত মুখ সফল উদ্যোক্তা সূর্য ডিম (মিয়াজাকি) আমের উৎপাদক হ্লাশিং মং চৌধুরী। আলোচনা সভায় আগামী জেলা উদ্যোক্তা সম্মেলন প্রস্তুতি ও করনীয় বিষয়ের প্রতি আলোকপাত করা হয়। এ সময় সাংগঠনিক একটা কাটামো দাড় করানো এবং জেলার উদ্যোক্তাদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার লক্ষ্যে ১৫ সদস্য বিশিষ্ট একটি আহবায়ক কমিটি গঠন করা হয়। বাংলাদেশ উদ্যোক্তা ফোরাম খাগড়াছড়ি জেলা শাখার আহবায়ক হলেন সুজন চাকমা ও সদস্য সচিব হলেন মো: আশেক উল্লাহ্।
এছাড়াও যুগ্ন আহবায়ক বীনা রাণী ত্রিপুরা, যুগ্ন আহবায়ক হ্লাশিং মং চৌধুরী, যুগ্ম আহবায়ক ইঞ্জিনিয়ার মো: মনির হোসেন, যুগ্ন সদস্য সচিব অমল ত্রিপুরা, যুগ্ন সদস্য সচিব রাজু চাকমা, যুগ্ন সদস্য সচিব মীর হোসেন মাসুদ, সদস্য যথাক্রমে আব্দুর রহিত হৃদয়, জান্নাতুল ফেরদৌস, বিলকিস আক্তার, মো: রুবেল, অন্তে চাকমা, ও ইউনুছ মিয়া। উল্লেখ্য, প্রকল্পটি মাননীয় প্রধানমন্ত্রীর ১০ টি বিশেষ উদ্যোগের অন্যতম উদ্যোগ “বিনিয়োগ বিকাশ “এবং সরকারের নির্বাচনী ইশতেহারের অন্যতম অঙ্গীকার “তারুণ্যের শক্তি, বাংলাদেশের সমৃদ্ধি “এ প্রতীতির বাস্তব রূপায়ণ। এক সংক্ষিপ্ত বক্তৃতায় উদ্যোক্তা ফোরাম খাগড়াছড়ি’র সদস্য সচিব মো: আশেক উল্লাহ্ বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একটি সুখি সমৃদ্ধ ক্ষুধা দারিদ্র্যমুক্ত ও উন্নত সোনার বাংলা গড়ার লক্ষ্যে আমৃত্যু কঠোর সংগ্রাম চালিয়ে গেছেন। শিক্ষিত যুব সমাজ উদ্যোক্তা হিসাবে আত্মপ্রকাশ করে বেসরকারী খাতে বিনিয়োগ বৃদ্ধির মাধ্যমে জাতির পিতার আজন্ম লালিত স্বপ্ন বাস্তবায়নে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে সক্ষম। এ ক্ষেত্রে তাদের প্রয়োজন সঠিক দিক নির্দেশনা, উৎসাহ ও অর্থনীতির মূল ধারার সাথে সম্পৃক্ত হওয়ার জন্যে সময়োচিত সহায়তা ও সহজ শর্তে ব্যাংক ঋণ প্রদান করতে করা। উদ্যোক্তা ফোরাম খাগড়াছড়ি’র আহবায়ক কমিটিকে কেন্দ্রীয় কমিটির নিজস্ব প্যাডে সভাপতি ও সাধারণ সম্পাদক এর উভয়ের স্বাক্ষরে অনুমোদন দেওয়া হয়। পরিশেষে সকলের উত্তর উত্তর উন্নতি অগ্রগতি ও সুস্বাস্থ্য কামনা করে সভার সমাপ্তি ঘোষনা করা হয়।