খাগড়াছড়ির রামগড়ে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক


admin প্রকাশের সময় : সেপ্টেম্বর ২৩, ২০২৩, ১০:২৯ পূর্বাহ্ন /
খাগড়াছড়ির রামগড়ে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

প্রতিনিধি : একটি সমাজ, জাতি এবং অর্থনীতি ধংসের সবচেয়ে বড় হাতিয়ার মাদক। তাই মাদক কে স্বমুলে উৎখাতের  লক্ষ্যে খাগড়াছড়ি জেলার পুলিশ সুপার মুক্তা ধরের  সুদৃঢ় নেতৃত্বে এবং দিক-নির্দেশনায় খাগড়াছড়ি জেলার সকল থানা, ফাঁড়ি নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায়  গত  ২২সেপ্টেম্বর রাত ১টা ৪৫মিনিটে খাগড়াছড়ির রামগড় থানায় কর্মরত এসআই(নিঃ) ফরহাদুল হক ও  এএসআই(নিঃ) সাদ্দাম হোসেনসহ সঙ্গীয় ফোর্স নিয়ে থানা এলাকায় রাত্রীকালীন বিশেষ অভিযান পরিচালনা করার সময়  রামগড় উপজেলার সোনাইপুল বাজার ফরেস্ট অফিসের গেইটের সামনে থেকে আনোয়ার হোসেন (২৪) কে   ৫০  পিচ ইয়াবা ট্যাবলেটসহ আটক করা হয়। সে রামগড় ৮ নং পৌর ওয়ার্ড সদুকারবারী পাড়ার মৃত মফিজুর রহমানের ছেলে আটককৃতের বিরুদ্ধে  আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।