খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক :
খাগড়াছড়ি জেলা পুলিশ সুপার মুক্তা ধর’র নির্দেশনায় মানিকছড়ি থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে ৪০ লিটার চোলাই মদসহ ৩ পাচারকারী আটক হয়েছে। থানা পুলিশ সূত্রে জানা গেছে, অবৈধ মাদকদ্রব্যের বিরুদ্ধে পুলিশি অভিযানের অংশ হিসেবে গোপন সূত্রের খবরে উপজেলার গচ্ছাবিলস্থ জামতলা এলাকায় গত বৃহস্পতিবার রাতে অভিযান চালানো হয়। থানার উপপরিদর্শক (এসআই) মো. আশিকুল ইসলাম সঙ্গীয় অফিসার, মহিলা পুলিশ ও ফোর্সসহ থানার জিডির মূলে বিশেষ অভিযানে মিঞোইউ মারমা (৩৫), মাখ্যাই চিং মারমা (৪৩) ও শিশু চন্দ্র চৌধুরী (৪৭)কে ৪০ লিটার চোলাইমদসহ আটক করতে সক্ষম হয়। পরে ধৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করা হয়েছে। থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আনচারুল করিম সত্যতা নিশ্চিত করে বলেন, আটক মাদক পাচারকারীদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। আদালতের মাধ্যমে তাদের জেল হাজতে প্রেরণ করা হবে।
আপনার মতামত লিখুন :