খাগড়াছড়ির মাটিরাঙ্গায় অস্ত্র ও গুলিসহ গ্রেফতার-১


admin প্রকাশের সময় : মার্চ ১৯, ২০২৪, ৮:৪৬ অপরাহ্ন /
খাগড়াছড়ির মাটিরাঙ্গায় অস্ত্র ও গুলিসহ গ্রেফতার-১

 

প্রতিনিধি : খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গায় অভিযান চালিয়ে ১ টি দেশীয় তৈরী এলজি ও ৩রাউন্ড তাজা গুলিসহ একজনকে গ্রেফতার করেছে পুলিশ। খাগড়াছড়ির পুলিশ সুপার মুক্তা ধর, পিপিএম (বার) জেলার অভ্যন্তরীণ আইন-শৃংঙ্খলা পরিস্থিতি অক্ষুন্ন রাখতে অবৈধ অস্ত্রধারী, মাদক ও চোরাচালানের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষনা করেছেন। এ নীতি বাস্তবায়নে জেলা পুলিশের প্রতিটি ইউনিট নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় খাগড়াছড়ির মাটিরাঙ্গায় পুলিশের চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে ১৭ মার্চ রোববার বিকাল সাড়ে ৫টায় মাটিরাঙ্গা থানাধীন বেলছড়ি ইউপির অযোধ্যায় পাড়ায় বিশেষ অভিযান পরিচালনা করে ১টি দেশীয় তৈরী এলজি, ৩ রাউন্ড তাজা গুলি, ২টি এন্ড্রয়েড মোবাইল ফোন,২টি চাঁদা আদায়ের রশিদ বইসহ যামিনীছড়ার ব্রজেন ত্রিপুরা (৪৫)-কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে থানায় মাটিরাঙ্গা থানায় অস্ত্র আইনে মামলা রুজু করা হয়েছে। পরবর্তী কার্যক্রম শেষে গ্রেফতারকৃত আসামীকে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।