খাগড়াছড়ির মাটিরাঙ্গায় গণহত্যায় জড়িতদের শাস্তির দাবীতে পিসিএনপির মানববন্ধন


admin প্রকাশের সময় : সেপ্টেম্বর ২২, ২০২৩, ৯:১৩ অপরাহ্ন /
খাগড়াছড়ির মাটিরাঙ্গায় গণহত্যায় জড়িতদের শাস্তির দাবীতে পিসিএনপির মানববন্ধন

 

রামগড় অফিস: ১৯৮১ সালের ১৯ সেপ্টেম্বর জে এস এস সন্তু লারমার সশস্ত্র সন্ত্রাসী বাহিনী কর্তৃক মাটিরাঙ্গার তাইন্দং, আচালং, গৌরাঙ্গ পাড়া, দেওয়ান বাজার, তবলছড়ি, বর্ণাল, রামছিরা, গোমতির ঘুমন্ত ৬৫৮ জন বাঙ্গালী ও ১৮ জন বিডিআর (বর্তমান বিজিবি) সদস্যকে হত্যা করা হয়। সেই ভয়াল গণহত্যার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ (পিসিএনপি) মাটিরাংগা উপজেলা ও পৌর শাখা।
১৯ সেপ্টেম্বর মঙ্গলবার মাটিরাংগার-তবলছড়ি রোড মুক্তিযোদ্ধা চত্বরে বিকাল ৩.০০ ঘটিকায় উক্ত মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিসিএনপি’র চেয়ারম্যান কাজী মো: মজিবর রহমান।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পিসিএনপি’র মহাসচিব মো: আলমগীর কবির, কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক মো: আবদুল মজিদ, সাংগঠনিক সম্পাদক আনিসুজ্জামান ডালিম, কেন্দ্রীয় অর্থ সম্পাদক মো: লোকমান হোসাইন, খাগড়াছড়ি জেলা আহবায়ক কমিটির সদস্য সচিব এস এম মাসুম রানা, সদস্য মো: মোকতাদের হোসেন, মহিলা পরিষদের কেন্দ্রীয় সভাপতি সালমা আহমেদ মৌ, রাংগামাটি জেলা সাধারণ সম্পাদক ও নানিয়ারচর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আসমা মল্লিক, ছাত্র পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মো: আসাদ উল্লাহ, কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক সাহাদাত হোসেন কায়েস, খাগড়াছড়ি জেলা সভাপতি সুমন আহমেদ।
এ-সময় আরো উপস্থিত ছিলেন পিসিএনপি কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য নজরুল ইসলাম মাসুদ, এস এম হেলাল, মাটিরাংগা উপজেলা পিসিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মো: রবিউল হোসেন, পৌরসভা সভাপতি উসমান চিশতি , সাধারণ সম্পাদক মো: রাসেল, খাগড়াছড়ি সদর উপজেলা পিসিএনপির সাধারণ সম্পাদক মো: রবিউল প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে বলেন, পার্বত্য চট্টগ্রামের সকল হত্যাকান্ড ও গণহত্যার বিচার করতে হবে। সন্ত্রাসীদের নির্মূলে সাড়াশি অভিযান পরিচালনা করে অবৈধ অস্ত্র উদ্ধার করতে হবে। তিনি তাঁর বক্তব্যে এই নৃশংস হত্যাকান্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।