প্রতিনিধি : আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে খাগড়াছড়ি জেলা পুলিশ ও পুলিশ নারী কল্যাণ সমিটি(পুনাক)’র উদ্যোগে বই পাঠ উৎসব উদ্বোধন করা হয়েছে। ১৮ফেব্রুয়ারি রবিবার বিকালে খাগড়াছড়ি পুলিশ লাইন্স হাই স্কুল প্রাঙ্গণে বই পাঠ উৎসব এর শুভ উদ্বোধন করেন পুলিশ সুপার মুক্তা ধর।
উদ্বোধনকালে প্রধান অতিথি পুলিশ সুপার মুক্তা ধর বলেন,বই পাঠের চর্চাটা সবসময় আমাদের মধ্যে লালন করতে হবে।
শিক্ষার্থীদের উদ্দেশ্যে বই পড়ার উপকারিতা বিষয়ে উপদেশ ও অনুপ্রেরণামূলক বক্তব্য প্রদান করেন তিনি।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পুলিশ লাইন্স হাই স্কুলের প্রধান শিক্ষক উত্তম কুমার নাথ,অতিরিক্ত পুলিশ সুপার মোঃ তফিকুল আলম,অতিরিক্ত পুলিশ সুপার জসীম উদ্দিন,সহকারী পুলিশ সুপার সৈয়দ মুমিদ রায়হান,বিশ্বসাহিত্য কেন্দ্র ভ্রাম্যমাণ লাইব্রেরি জেলা কর্মকর্তা আজিম উদ্দীন প্রমূখ।
আপনার মতামত লিখুন :