খাগড়াছড়িতে  শিক্ষিকা এশা ত্রিপুরা হত্যাকারীদের শাস্তির দাবিতে মানববন্ধন


admin প্রকাশের সময় : জুলাই ২৬, ২০২৩, ৩:৪৯ অপরাহ্ন /
খাগড়াছড়িতে  শিক্ষিকা এশা ত্রিপুরা হত্যাকারীদের শাস্তির দাবিতে মানববন্ধন
খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক: তপ্ত মাস্টার পাড়া প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা এশা ত্রিপুরা (নবীনা) হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে  মানববন্ধন অনুষ্ঠিত। বুধবার সকালে  খাগড়াছড়ি কেন্দ্রীয় শহীদ মিনারে সামনে এ মানববন্ধন করা হয়। এতে মানববন্ধনে অংশ নেন জেলার বিভিন্ন পর্যায়ের নারী নেতৃবন্দ,সামাজিক সংগঠন ও ভিক্তিমের অভিভাবকেরা। এ মানববন্ধনে বক্তব্য রাখেন খাগড়াপুর মহিলা কল্যাণ সমিতি’র নির্বাহী পরিচালক শেফালিকা ত্রিপুরা,নারী নেত্রী সুইচিং থুই মারমা,খাগড়াছড়ি সদর শাখা’র সাবেক সভাপতি ত্রিপুরা স্টুডেন্টস ফোরাম খলেন জ্যোতি ত্রিপুরাসহ আরও অনেকে বক্তব্য রাখেন।
মানববন্ধন শেষে হত্যাকারী যেই হোক,সুস্থ্য তদন্তের মাধ্যমে হত্যাকারীকে সর্বোচ্চ শাস্তি দাবিতে জেলা প্রশাসক বরাবর চিঠি প্রদান করা হয়। মানববন্ধনে বক্তারা স্কুল শিক্ষিকা এশা ত্রিপুরা (নবীনা)’র হত্যাকারী যেই হোক না কেনো। সঠিক তদন্তের মাধ্যমে সর্বোচ্চ শাস্তির দাবি জানানো হয়।  উল্লেখ্য গত শুক্রবার দিবাগত রাতে জেলা সদরের মহাজনপাড়ার ভাড়া বাসায় রহস্যজনকভাবে মৃত্যুবরন করেন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা এশা ত্রিপুরা। এই ঘটনায় স্বামী উদ্দীপন ত্রিপুরা’কে গ্রেফতার করেছে পুলিশ।