প্রতিনিধি: খাগড়াছড়িতে শিক্ষিকা এশা ত্রিপুরার (নবীনা) হত্যার সুষ্ঠ তদন্ত ও বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ২৪ জুলাই সোমবার সকাল সাড়ে দশটায় খাগড়াছড়ি প্রেসক্লাব প্রাঙ্গণে সচেতন নাগরিক সমাজের ব্যানারে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তারা “প্রভাবশালী কুচক্রীমহল নৃশংস এই হত্যা ঘটনাকে স্ট্রোকজনিত মৃত্যু বলে প্রচার করে প্রকৃত হত্যাকারীকে আড়াল করতে উঠেপড়ে লেগেছে বলে উল্লেখ করেন।” বক্তারা আরো বলেন,” স্ট্রোকজনিত কারনে মৃত্যু হলে মৃতের শরীরের বিভিন্ন স্থান যেমন:- মাথা, পিঠ, ঘাড়সহ অনেক স্থানে গুরুতর আঘাতের চিহ্ন কোথায় থেকে এলো। আর ভিতরে বন্ধ থাকায় বাথরুমের দরজা ভেঙ্গে লাশ বের করেছে বললেও দরজার কিছুই হয়নি। দরজা সম্পূর্ণ অক্ষত আছে।” মানববন্ধনে শিক্ষিকা এশা ত্রিপুরার নৃশংস হত্যাকাণ্ডের সুষ্ঠ তদন্ত ও বিচারের মাধ্যমে দোষীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়। এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাংবাদিক নেতা সুজন বড়ুয়া, ত্রিপন জয় ত্রিপুরা, যুবনেতা হিরেন ত্রিপুরা প্রমুখ। উল্লেখ্য, গত ২১ জুলাই শুক্রবার ভোররাতে তাকে মৃত অবস্থায় শহরের মহাজনপাড়াস্থ ভাড়া বাসার বাথরুমের দরজা ভেঙে বের করেছেন বলে জানিয়েছিলেন স্বামী উদ্দীপন ত্রিপুরা। সেদিনই লাশের ময়নাতদন্ত চলাকালে হাসপাতাল থেকে স্বামী উদ্দীপন ত্রিপুরাকে আটক করে পুলিশ। শনিবার বিকালে আদালতে সোপর্দ করা হলে কারাগারে প্রেরন করেন বিজ্ঞ বিচারক। জেলার মাটিরাঙ্গা উপজেলাধীন তপ্ত মাস্টার পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষিকা এশা ত্রিপুরা স্বামী ও দুই সন্তানকে নিয়ে খাগড়াছড়ি শহরের মহাজনপাড়ায় ভাড়া বাসায় থাকতেন। বৃহস্পতিবার কয়েকজন সহকর্মী শিক্ষক গভীর রাত পর্যন্ত শিক্ষিকা এশার বাসায় ছিলেন বলে জানা যায়।
আপনার মতামত লিখুন :