খাগড়াছড়িতে যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস পালন


admin প্রকাশের সময় : আগস্ট ১৫, ২০২৩, ৪:০৪ অপরাহ্ন /
খাগড়াছড়িতে যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস পালন

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক : সারাদেশের ন্যায় খাগড়াছড়িতেও জেলা আওয়ামী লীগের উদ্যোগে নানান আয়োজনের মধ্যদিয়ে পালন করা হয়েছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শােক দিবস। ১৫আগস্ট মঙ্গলবার সকালে জেলা শহরের দলীয় কার্যালয় প্রাঙ্গণে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়।  অতপর একটি শোক র‌্যালী প্রধান সড়ক প্রদক্ষিণ করে শাপলা চত্বর হয়ে টাউন হল প্রাঙ্গণে গিয়ে বঙ্গবন্ধু চেতনা মঞ্চে বঙ্গবন্ধু প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। এতে উপস্থিত ছিলেন  ভারত প্রত্যাগত শরনার্থী বিষয়ক টাস্কফোর্স’র চেয়ারম্যান সাংসদ কুজেন্দ্র লাল ত্রিপুরা, জেলা প্রশাসক সহিদুজ্জামান, পুলিশ সুপার মুক্তাধরসহ বিভিন্ন সরকারি, বেসরকারি দপ্তরের প্রতিনিধি ও বিভিন্ন পর্যায়ের আওয়ামী ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। শ্রদ্ধা নিবেদন শেষে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে এসে শােক সভা অনুষ্ঠিত হয়। শোক সভায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিবারের শাহাদাত বরণকারী সকল সদস্যের বিদেহী আত্মার মাগফেরাত কামনা ও জাতির পিতার স্মৃতি চারণ করা হয়।