খাগড়াছড়িতে বিজিবি’র উদ্যোগে ২৫০পরিবারকে খাদ্য সামগ্রী বিতরণ


admin প্রকাশের সময় : আগস্ট ১৪, ২০২৩, ৬:৫১ অপরাহ্ন /
খাগড়াছড়িতে বিজিবি’র উদ্যোগে ২৫০পরিবারকে খাদ্য সামগ্রী বিতরণ

প্রতিনিধি : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে সীমান্তের অতন্দ্র প্রহরী বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) খাগড়াছড়ি সেক্টর দরিদ্র অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে। ১৪ আগস্ট সোমবার দুপুরে খাগড়াছড়ি জেলা শহরের একটি কমিউনিটি সেন্টারে বিজিবি খাগড়াছড়ি ৩২ ব্যাটালিয়নের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। পৃথক দুইটি স্থানে ২৫০ পরিবারকে এ সহায়তা দেয়া হয়। ৩২ বিজিবি খাগড়াছড়ি ব্যাটালিয়নের অধিনায়ক লে: কর্ণেল মো: এমদাদুল হক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে দু:স্থ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন। এ সময় বিজিবি খাগড়াছড়ি ব্যাটালিয়নের সহকারী পরিচালক মিজানুর রহমানসহ বিজিবির পদস্থ কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
বিজিবি সূত্র জানায়, কমিউনিটি সেন্টারে ২শ পরিবার এবং বঙ্গবন্ধু আবাসন প্রকল্প এলাকায় ৫০ পরিবারকে চাল,ডাল,আলু,তেল ও চিনিসহ এ ফুড প্যাকেজ দেয়া হয়।