প্রতিনিধি ঃ বর্ণাঢ্য আয়োজনে খাগড়াছড়িতে বিএনপির ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। ১ সেপ্টেম্বর শনিবার সকালে খাগড়াছড়ি জেলা বিএনপির দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বেলুন উড়ানো, কেক কেটে বিএনপির ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়।
প্রতিষ্ঠা বার্ষিকীতে খাগড়াছড়ি জেলা শহরে স্থাপিত বিএনপি’র প্রতিষ্ঠতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্মৃতি ভাস্কর্যে দলীয় পুস্পমাল্য অর্পন করা হয়। পুস্পমাল্য অর্পন শেষে দলীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির, সভাপতি ওয়াদুদ ভূইয়া, সহ-সভাপতি প্রবীন চন্দ্র চাকমা, ক্ষেত্র মোহন রোয়াজা, নাসির আহমেদ চৌধুরী, মংসুইথোয়াই চৌধুরী, যুগ্ম-সম্পাদক মোশাররফ হোসেন, সাংগঠনিক সম্পাদক রব রাজা, আবু তালেব, খনি রঞ্জন ত্রিপুরা, সদর উপজেলা বিএনপির সভাপতি অশোক মজুমদার, পৌর বিএনপির সভাপতি জহির আহমেদ,জেলা যুবদলের সভাপতি মাহাবুব আলম সবুজ, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল্লাহ আল নোমান সাগর, সদস্য সচিব নূর মোহাম্মদ হৃদয়, ছাত্রদলের সভাপতি সাহেদুল ইসলাম সুমন, সাধারণ সম্পাদক জাহেদুল আলম প্রমুখ।
আপনার মতামত লিখুন :