প্রতিনিধি : পার্বত্য জেলা খাগড়াছড়িতে প্রথমবারের মত আন্তর্জাতিক ইয়োগা দিবস উদযাপিত হয়েছে। ২১ জুন খাগড়াছড়ির মিলনপুরস্থ ইয়োগা সেন্টার এ দিবসটি উদযাপন করা হয় । অনুষ্ঠানে ইয়োগা সম্পর্কে মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়। অভিজ্ঞ ইয়োগা গুরু বিভিন্ন শারীরিক সমস্যার আলোকে বিভিন্ন যোগ আসন প্রদর্শন করেন। আগত অতিথিবৃন্দ এ রকম একটি উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং বর্তমান যান্ত্রিক যুগের ফলস্বরুপ নানান ব্যাধি, মহামারি থেকে নিজেকে, সমাজকে, রাষ্ট্রকে তথা পুরো বিশ্বকে রক্ষা সর্বোপরি মানব কল্যাণের জন্য যোগ ব্যায়াম চর্চা প্রয়োজন মর্মে মতামত প্রদান করেন। এসময় উপস্থিত ছিলেন মৎস্য কর্মকর্তা শরৎ ত্রিপুরা, পুবালী ব্যাংকের শাখা প্রধান অভিজিৎ ভট্টাচার্য্য, নতুন কুড়ি হাই স্কুলের প্রধান শিক্ষিকা রুশদিনা আখতার জাহান, ডা.রাজর্ষি চাকমা, ইয়োগা উদ্যোক্তা এবং স্মাট বিউটি পার্লারের স্বতাধিকারী সাগরিকা ত্রিপুরা প্রমূখ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন সোনালী ব্যাংক খাগড়াছড়ি শাখার এসিস্ট্যন্ট জেনারেল ম্যানেজার সমর কান্তি ত্রিপুরা।
আপনার মতামত লিখুন :