খাগড়াছড়িতে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর সাথে জনসংযোগ সংক্রান্ত সেমিনার


admin প্রকাশের সময় : ফেব্রুয়ারি ১৫, ২০২৪, ১১:৪৫ পূর্বাহ্ন /
খাগড়াছড়িতে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর সাথে জনসংযোগ সংক্রান্ত সেমিনার

 

প্রতিনিধি : খাগড়াছড়িতে “দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর সাথে জনসংযোগ সংক্রান্ত” সেমিনার অনুষ্ঠিত হয় ।”প্রবাসী কল্যাণ, মর্যাদা আমাদের অঙ্গীকার” স্মার্ট বাংলাদেশ গড়ায় তারাও সমান অংশীদার” এই স্নোগানে খাগড়াছড়ি সদর উপজেলা এবং জেলা কর্মসংস্থান জনশক্তি কার্যালয়ের উদ্যোগে উপজেলা পর্যায়ে এ সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

১৪ ফেব্রুয়ারি বুধবার সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলায়তনে অনুষ্ঠিত সেমিনারে সভাপতিত্ব করেন খাগড়াছড়ি সদর উপজেলা পরিষদের নির্বাহী অফিসার নাঈমা ইসলাম এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ শানে আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র’র অধ্যক্ষ নারায়ন চন্দ্র খাঁ,জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক নীহার কান্তি খীসা প্রমূখ।

বক্তারা জানান,আমরা দক্ষতার বিষয়ে পিছিয়ে আবেলেই,বাংলাদেশ আজ পিছিয়ে আছে। আমাদের প্রত্যেকের দক্ষতা থাকা খুবই দরকার। বর্তমান প্রেক্ষাপটে কারিগরি দক্ষতা অর্জন করা জরুরি।