খাগড়াছড়িতে নারী পুলিশ সদস্যদের স্কুটি প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন


admin প্রকাশের সময় : মার্চ ৮, ২০২৪, ৭:২৬ অপরাহ্ন /
খাগড়াছড়িতে নারী পুলিশ সদস্যদের স্কুটি প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন

 

সবুজ পাতার ডেস্ক : “নারীর সম অধিকার, সমসুযোগ এগিয়ে নিতে হোক বিনিয়োগ”এই প্রতিপাদ্যে খাগড়াছড়ি জেলা পুলিশের আয়োজনে মাস ব্যাপী স্কুটি রাইডিং প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়েছে।
৮ মার্চ শুক্রবার খাগড়াছড়ি পুলিশ লাইন্স মাঠে স্কুটি রাইডিং প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন পুলিশ সুপার মুক্তা ধর। এ প্রশিক্ষণে ১২জন নারী প্রশিক্ষক ৬০জন নারী প্রশিক্ষণার্থীকে কারিগরিভাবে প্রশিক্ষণ প্রদান করবেন।
উদ্বোধনী অনুষ্ঠানে পুলিশ সুপার বলেন, অর্থনৈতিক বিনিয়োগ শুধুমাত্র বিনিয়োগ নয়, প্রশিক্ষণও বিনিয়োগের একটি বড় অংশ। তাই প্রশিক্ষণের কোন বিকল্প নাই। প্রতিভা বিকাশে নারীদের প্রশিক্ষণ নিয়ে স্বাবলম্বী হতে হবে। তথ্য প্রযুক্তির এ যুগে স্কুটি রাইডিং প্রশিক্ষণ নেয়া নারীদের জন্য অপরিহার্য। স্বল্প সময়ে নিজেদের কাজকর্ম দ্রুত সমাধান করতে স্কুটি রাইডিং একটি মাধ্যম। জেলা পুলিশ নারী পুলিশ সদস্যদের নিয়ে যে প্রশিক্ষণের ব্যবস্থা করেছে তা প্রশংসনীয়। নারী পুলিশ সদস্যদের জন্য এ প্রশিক্ষণ মাসব্যাপী চলবে।
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড আপস) মোঃ জসীম উদ্দিন পিপিএম, খাগড়াছড়ি সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ তফিকুল আলম, সদর থানার অফিসার ইনচার্জ মোঃ তানভীর হাসানসহ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।