খাগড়াছড়িতে নবজাতকের লাশ উদ্ধার


admin প্রকাশের সময় : এপ্রিল ৭, ২০২৪, ৬:৪৪ অপরাহ্ন /
খাগড়াছড়িতে নবজাতকের লাশ উদ্ধার

 

প্রতিনিধি:: খাগড়াছড়ি পৌরসভার ব্রীজ সংলগ্ন গণশৌচাগারের পাশ থেকে এক নবজাতকের লাশ উদ্ধার করেছে খাগড়াছড়ি সদর থানা পুলিশ। ৭ এপ্রিল রবিবার সকালে পুলিশ শহরের শাপলা চত্বর পৌরসভা ব্রিজ সংলগ্ন গণশৌচাগারের পাশে পড়ে থাকা মরদেহটি উদ্ধার করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে খাগড়াছড়ি সদর থানার ওসি মোঃ তানভীর হাসান জানান,ছেলে নবজাতকের বয়স একদিন হতে পারে বলে ধারণা করা হচ্ছে। পৌরসভার ব্রীজের পাশে গণশৌচাগারের পাশে মৃত্য নবজাতককে কে বা কারা রেখে যায়। পরে তা উদ্ধার করা হয়েছে। আইনি কার্যক্রম চলমান আছে।

স্থানীয়রা জানান, সকালে পৌরসভার গণশৌচাগারের পাশে চেঙ্গী নদীর পাড়ে ঝুপড়ি ঘরে এক মৃত্য শিশু পড়ে থাকতে দেখা যায়। পরে পুলিশকে খবর দিলে নবজাতকের লাশ উদ্ধার করে নিয়ে যায়।

উল্লেখ যে, এর আগেও খাগড়াছড়ি মধুপুর বাজার হাসপাতাল সড়কের পাশে ব্রীজের নিচে আরো এক শিশুর মরদেহ উদ্ধার করে পুলিশ।