খাগড়াছড়িতে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ১২পরিবারকে প্রশাসনের আর্থিক সহযোগিতা প্রদান


admin প্রকাশের সময় : ডিসেম্বর ৪, ২০২৩, ৮:২৪ অপরাহ্ন /
খাগড়াছড়িতে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ১২পরিবারকে প্রশাসনের আর্থিক সহযোগিতা প্রদান

প্রতিনিধি: খাগড়াছড়ির জেলা সদরের পুরাতন জিপ স্টেশন শহীদ কাদের সড়ক এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ১২টি দোকান পুড়ে যাওয়ায় ঘটনাস্থল পরিদর্শন করে প্রাথমিকভাবে আর্থিক সাহায্য প্রদান করেন জেলা প্রশাসন।
৩ ডিসেম্বর রবিবার(ভোর ৪টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পুড়ে যাওয়া দোকানের মধ্যে ৬/৭টি কাঠের, দরজার, ১টি কীটনাশকের গোডাউন ও অন্যান্য দোকান রয়েছে। এতে কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হয়েছে।
ফায়ার সার্ভিস জানায়, ভোর ৪টার দিকে পুরাতন জিপ স্টেশনের দোকানগুলোতে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর চেষ্টা করে। প্রায় আধা ঘণ্টা চেষ্টা করার পর আগুন নিয়ন্ত্রণে আসে। তবে কীভাবে আগুনের সূত্রপাত তা জানা যায়নি।
এদিকে, সকাল ১০টায় অগ্নিকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শন করেছেন, খাগড়াছড়ি সদর উপজেলা নির্বাহী অফিসার নাঈমা ইসলাম, সহকারী কমিশনার(ভূমি) মো. এরফান উদ্দিন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মনির হোসেন, সদর উপজেলা চেয়ারম্যান মো. শানে আলম।
পরে সদর উপজেলা নির্বাহী অফিসার, জেলা প্রশাসকের নির্দেশনায়, দূর্যোগ ব্যাবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মানবিক সহায়তা কর্মসূচি বাস্তবায়ন নির্দেশিকা-২০২/১২ মোতাবেক
ক্ষতিগ্রস্ত ১২টি পরিবারের প্রতিটি পরিবারকে নগদ ৭হাজার ৫০০টাকা এবং ৩০কেজি করে চাউল বিতরণ ও এদের মধ্যে ২দোকান মালিককে ২বান্ডিল করে ঢেউটিন বিতরণ করেন।
এদিকে, প্রশাসন জরুরী ভিত্তিতে ক্ষতিগ্রস্থদের মাঝে তাৎক্ষণিক সহযোগিতা করায় উপজেলা নির্বাহী অফিসারসহ সংশ্লিষ্ট প্রশাসনের কাছে, ক্ষতিগ্রস্ত পরিবার ও এলাকাবাসী কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।