ক্লাস না করেই বাড়ি ফিরেছেন শিক্ষার্থীরা


admin প্রকাশের সময় : জুলাই ১৯, ২০২৩, ৬:৪০ অপরাহ্ন /
ক্লাস না করেই বাড়ি ফিরেছেন শিক্ষার্থীরা

 

মানিকছড়ি সংবাদদাতা:- প্রতিদিনের ন্যায় বিদ্যালয়ে এসেছেন শিক্ষার্থীরা। এসেই দেখেন শ্রেণিকক্ষ তালাবদ্ধ! শিক্ষক-শিক্ষিকারা অফিস কক্ষে গল্প করছে। এক পর্যায়ে শিক্ষার্থীরা জানতে পারেন মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের দাবীতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শিক্ষকেরা শ্রেণি কক্ষে তালা দিয়ে অফিস কক্ষে অবস্থান করছেন। পরে ব্যাগ ভর্তি বই নিয়ে বাড়ি ফিরতে হয়ে মানিকছড়ি উপজেলার ৯টি এমপিওভুক্ত মাধ্যমিক ও দাখিল শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যায়নরত শিক্ষার্থীদের। ১৮ জুলাই মঙ্গলবার সকালে উপজেলার এমপিওভুক্ত মাধ্যমিক ও দাখিল শিক্ষাপ্রতিষ্ঠান গুলোতে এমন চিত্র দেখা গেছে।

বিদ্যালয়ে তালা ঝুলিয়ে পাঠদান কার্যক্রম বন্ধ রাখার বিষয়টি নিশ্চিত করেছেন মানিকছড়ি উপজেলা মাধ্যমিক শিক্ষক ঐক্য পরিষদের আহবায়ক ও বড়ডলু উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. বশির আহম্মদ। তিনি জানান, মাধ্যমিক শিক্ষা জাতীয়করণে দাবীতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে উপজেলার ৭টি মাধ্যমিক ও ২টি দাখিল মাদরাসাসহ মোট ৯টি শিক্ষা প্রতিষ্ঠানের পাঠদান কার্যক্রম কেন্দ্র নির্দেশনা না আসা পর্যন্ত অনির্দিষ্টিকালের জন্য শিক্ষা কার্যক্রম বন্ধ থাকবে। সরেজমিনে গিয়ে দেখা গেছে, উপজেলার তিনটহরী উচ্চ বিদ্যালয়, বালিকা উচ্চ বিদ্যালয়, কলেজিয়েট উচ্চ বিদ্যালয় ও বড়ডলু উচ্চ বিদ্যালয়সহ বেসরকারি (এমপিওভুক্ত) ৭টি মাধ্যমিক ও দাখিল মাদরাসা গুলোতে তালা ঝুলছে, বন্ধ রয়েছে পাঠদান কর্যক্রম। যার ফলে বাড়ি ফিরেছেন শিক্ষার্থীরা। হঠাৎ এমন কার্যক্রমে হতাশ শিক্ষার্থী ও অভিভাবকরা। খুব শিগ্রই শিক্ষকদের জাতীয়করণের দাবী সমাধানের মাধ্যমে পুনরায় শ্রেণি কার্যক্রম চালু হবে এমনটাই প্রত্যাশা সকলের।