কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে পানছড়ির এম.এ আজিজ কোচিং সেন্টার


admin প্রকাশের সময় : আগস্ট ২৬, ২০২৩, ৮:০৭ অপরাহ্ন /
কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে পানছড়ির এম.এ আজিজ কোচিং সেন্টার

শাহজাহান কবির সাজু ; এম.এ আজিজ কোচিং সেন্টার পানছড়ি উপজেলার একটি স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান। ২০২০ সালে প্রতিষ্ঠা হওয়া এ কোচিং সেন্টারে এ পর্যন্ত ১১জন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছে। এবারেও উপজেলার একমাত্র জিপিএ-৫ পাওয়া শারমিন আক্তার রুমা এম.এ আজিজ কোচিং সেন্টারের শিক্ষার্থী ছিল।
২৬’আগস্ট শনিবার সকাল দশ’টা থেকে ১১জন কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনার পাশাপাশি বিদায় দেয়া হয়েছে ইংরেজীর শিক্ষক শহিদুল ইসলাম শিমুকে। ৩নং পানছড়ি ইউপি মিলনায়তনে অনুষ্ঠিতব্য অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান উচিত মনি চাকমা। অমল রায়ের সঞ্চালিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন সচিব মো: নজরুল ইসলাম, পানছড়ি বাজার উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মো: রইছ উদ্দিন প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে অতিথিদের উত্তরীয় পরিয়ে ফুলেল শুভেচ্ছায় বরণ করেন এম.এ আজিজ কোচিং সেন্টারের পরিচালক ইমতিয়াজ উদ্দিন হেলাল, শিক্ষক মনির ভুঁইয়া শাকিল ও শহীদুল ইসলাম শিমু। ৩নং পানছড়ি ইউপি চেয়ারম্যান উচিত মনি চাকমা এবারের একমাত্র জিপিএ-৫ পাওয়া শারমিন আক্তার রুমাকে ইউপির পক্ষ থেকে পাঁচ হাজার প্রদান করেন।