দীঘিনালা প্রতিনিধি: খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের সম্মানিত সভাপতি শরনার্থী বিষয়ক টাস্কফোর্স চেয়ারম্যান বাবু কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি’র বিরুদ্ধে একটি জাতীয় দৈনিক পত্রিকায় প্রকাশিত মিথ্যা, ভিত্তিহীন,বানোয়াট, উদ্দ্যেশ্য প্রণোদিত ও ষড়যন্ত্রমূলক সংবাদ প্রকাশের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে, দীঘিনালা উপজেলা আওয়ামীলীগ।
৪ সেপ্টেম্বর সোমবার বিকালে দীঘিনালা উপজেলা আওয়ামীলীগ কার্যালয় থেকে শুরু হয় বিক্ষোভ মিছিল। মিছিলটি বাস টার্মিনাল বোয়ালখালী নতুন বাজার প্রদক্ষিণ করে। পরে বঙ্গবন্ধু চত্বরে সমাবেশে মিলিত হয়। সমাবেশে সংক্ষিপ্ত বক্তব্য রেখে সভার সমাপ্তি ঘোষণা করেন দীঘিনালা উপজেলা আওয়ামীলীগের সভাপতি এবং উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ কাশেম।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি মোঃ জাহাঙ্গীর হোসেন, সহ সভাপতি নিউটন মহাজন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সীমা দেওয়ান, উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি মোজাফফর হোসেন, সাধারণ সম্পাদক আলমগীর হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
আপনার মতামত লিখুন :