এম্বুলেন্স যোগে পাচারকালে চোলাই মদসহ ২ জন আটক


admin প্রকাশের সময় : নভেম্বর ৮, ২০২৩, ৪:৪১ অপরাহ্ন /
এম্বুলেন্স যোগে পাচারকালে চোলাই মদসহ ২ জন আটক

রামগড় অফিস : খাগড়াছড়ি সদর হতে হাসপাতালের এম্বুলেন্সে করে ফেনীতে পাচারের সময় ১২৫ লিটার চোলাই মদসহ দু’জনকে আটক করেছে রামগড় থানা পুলিশ। জানা যায়, মঙ্গলবার রাতে এসআই মোহাম্মদ জাফর আলম নেতৃত্বের একটি রাত্রিকালীন টহল দল চেকপোস্টে ডিউটি করাকালে খাগড়াছড়ি টু ফেনীগামী একটি এ্যাম্বুলেন্স গাড়ি তল্লাশি করে দুইজন পাচারকারী সহ ১২৫ লিটার দেশীয় তৈরী চোলাই মদ আটক করে। আটকৃতরা হলো খাগড়াছড়ি সদরের মোল্লাপাড়ার বেলাল হোসেনের ছেলে মোঃ ইমন হোসেন হৃদয় (২১) ও শালবন এলাকার হুমায়ুন কবিরের ছেলে মোঃ ফরিদুল ইসলাম মেহেদী (২৫)। আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলা রুজু করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছেন রামগড় থানার ওসি ।