আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস পালিত


admin প্রকাশের সময় : ফেব্রুয়ারি ২২, ২০২৪, ১:০৫ পূর্বাহ্ন /
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস পালিত

 

আবদুল আলী: গুইমারাতে যথাযথ মর্যাদায় অমর একুশে ফেব্রুয়ারী মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রভাতফেরী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় । মধ্যরাত ১২ টা ১ মিনিটে শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পনের মাধ্যমে ভাষা শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন এবং বিভিন্ন দলের অঙ্গ সংগঠনের নেতাকর্মী। দিবসটি উপলক্ষে উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান উপজেলা নির্বাহী অফিসার রাজিব চৌধুরীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গুইমারা উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মেমং মারমা।
এ সময় উপস্থিত ছিলেন গুইমারা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কংজরী মারমা, মহিলা ভাইস চেয়ারম্যান ঝর্না ত্রিপুরা, গুইমারা থানার ওসি আরিফুল আমিন, ইউপি চেয়ারম্যান নির্মল নারায়ণ ত্রিপুরা, হাফছড়ি ইউপি চেয়ারম্যান মংশে চৌধুরীসহ উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, মুক্তিযোদ্ধা,শিক্ষক, সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ।