মানিকছড়ি সংবাদদাতা:- উদ্ধার জনিত তিনটি মামলায় খাগড়াছড়ির মানিকছড়ি থানা পুলিশকে ভালো কাজের স্বীকৃতি স্বরূপ আইজিপি কর্তৃক তিনটি পুরস্কার প্রদান করা হয়েছে। ১৪ অক্টোবর শনিবার সকালে খাগড়াছড়ি জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় এ পুরস্কার প্রদান করেন খাগড়াছড়ি পুলিশ সুপার মুক্তা ধর।
চোরাচালনের মাধ্যমে আসা ভারতীয় ঔষুধসহ একটি প্রাইভেট কার জব্দ এবং চোরাচালান চক্রের এক সদস্যকে গ্রেফতার, পিকআপ গাড়ি উদ্ধারসহ আন্ত:জেলা চোরচক্রের এক সদস্য গ্রেফতার এবং ৩০ কেজি গাঁজাসহ দুজন আগামীকে গ্রেফতার করায় উক্ত তিন ক্যাটাগরিতে এ পুরস্কার প্রদান করা হয়।
বিষয়টি নিশ্চিত করে মানিকছড়ি থানার ওসি মো. আনচারুল করিম বলেন, মানিকছড়িতে যোগদানের পর থেকে মাদক, চোরাচালান বন্ধে ও আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে কাজ শুরু করি এবং স্থানীয়দের সহযোগিতায় মাদক ও চোরাচালানের সঙ্গে জড়িতদের গ্রেফতার করতে সক্ষম হয়েছি। এ ধারা অব্যাহত রাখতে আগামীতেও পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতার আহবান জানান তিনি।
আপনার মতামত লিখুন :