অতি বৃষ্টি ও বন্যায় ক্ষতিগ্রস্থ ক্ষুদ্র নৃ-গোষ্ঠী পরিবারের মাঝে ৪৩ বিজিবির ত্রাণ বিতরন


admin প্রকাশের সময় : আগস্ট ৮, ২০২৩, ৯:১০ অপরাহ্ন /
অতি বৃষ্টি ও বন্যায় ক্ষতিগ্রস্থ ক্ষুদ্র নৃ-গোষ্ঠী পরিবারের মাঝে ৪৩ বিজিবির ত্রাণ বিতরন
রামগড় অফিস: সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্পের আওতায় রামগড় জোন লাচারীপাড়া এলাকায় অতি বৃষ্টি ও বন্যার কারনে ক্ষতিগ্রস্থ ১৭টি পরিবারের মাঝে ত্রাণ বিতরন করেন। ৮ আগস্ট মঙ্গলবার  ক্ষতিগ্রস্ত ১৭টি ক্ষুদ্র নৃ-গোষ্ঠী পরিবারের মাঝে ত্রাণ (পাহাড়ী থামি ও জামা কাপড়) সহায়তা হিসেবে বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি রামগড় ৪৩ বিজিবি জোন কমান্ডার লে: কর্ণেল আবু বকর সিদ্দিক সাইমুম, পিএসসি, জি+।
প্রধান অতিথি বলেন, রামগড় জোনের দায়িত্বপূর্ণ এলাকায় বসবাসরত গরীব ও অসহায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠী এবং বাঙ্গালী জনসাধারণের জীবন যাত্রার মান উন্নয়ন এবং দূর্যোগপূর্ণ পরিস্থিতে রামগড় বিজিবি জোন কর্তৃক এ ধরণের কার্যক্রম অব্যাহত রয়েছে এবং ভবিষ্যতেও এ কার্যক্রমের ধারা অব্যাহত থাকবে ।
এসময় জোনের সহকারী পরিচালক রাজু আহমেদ সহ কর্মকর্তা, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।