হরি কমল মহাজন নিম্ন মাধ্যমিক বিদ্যালয় এর ভিত্তি প্রস্তর স্থাপন


admin প্রকাশের সময় : নভেম্বর ২৩, ২০২৪, ৯:৫২ অপরাহ্ন /
হরি কমল মহাজন নিম্ন মাধ্যমিক বিদ্যালয় এর ভিত্তি প্রস্তর স্থাপন

চাইথোয়াই মারমা:  খাগড়াছড়ি পার্বত্য জেলা সদর উপজেলার বেতছড়িতে হরি কমল মহাজন নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে। ২৩ নভেম্বর, শনিবার সকালে বেতছড়ি খ্রিষ্টান পাড়া এলাকায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে স্কুল প্রতিষ্ঠাতা প্রমোদ রঞ্জন চাকমা বিদ্যালয়ের ভিত্তি প্রস্তর স্থাপন করেন।

প্রধান অতিথি প্রমোদ রঞ্জন চাকমা বলেন, “আমাদের সন্তানেরা শিক্ষায় শিক্ষিত হোক—এই আমার প্রত্যাশা। আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ। প্রত্যন্ত এলাকাতেও শিক্ষার প্রসার ঘটবে।”

এই বিদ্যালয়ে খাগড়াছড়ি সদর উপজেলার দুর্গম মহাজন পাড়া, মধ্যপাড়া, আপার বেতছড়ি, সাজেক পাড়াসহ ১২টি পাড়ার ছেলে-মেয়েরা পড়ালেখার সুযোগ পাবে। প্রমোদ রঞ্জন চাকমা জানান, তার বাবার নামানুসারে বিদ্যালয়ের নামকরণ করা হয়েছে এবং প্রথম বছরে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের ভর্তি ফি মওকুফ করা হবে।

বিদ্যালয়ের এসএমসি সদস্য সচিব সমীর চাকমা, মাস্টার সুপ্রকাশ চাকমা ও পাড়ার প্রধান হৃদয় কুমার চাকমা জানান, “শিক্ষাপ্রতিষ্ঠান দূরে থাকার কারণে এবং আর্থিক সীমাবদ্ধতার জন্য অনেকে ৫ম শ্রেণির পর পড়ালেখা বন্ধ করে দেয়। এখন আর ৫ থেকে ৭ কিলোমিটার দূরের স্কুলে হেঁটে যেতে হবে না।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন খাগড়াছড়ি প্রেস ক্লাবের আবাসন ও আপ্যায়ন বিষয়ক সম্পাদক চাইথোয়াই মারমা, মাস্টার নিরুপম চাকমা, কমলছড়ি ইউপি সদস্য অনিকা রঞ্জন চাকমা, পানছড়ি বাজার উচ্চ বিদ্যালয়ের শিক্ষক অনুপ দত্ত তালুকদার, স্কুল কমিটির অর্থ সম্পাদক শুভাশিষ চাকমা, সাংবাদিক হ্লাপ্রুুচাই মারমা এবং প্রতিষ্ঠাতার সন্তান সবিতা চাকমা ও সুপ্তা চাকমা প্রমূখ।