রামগড়ে ইউপিডিএফ কর্তৃক পাহাড়ি ও বাঙালিদের মাঝে দাঙ্গা সৃষ্টির অপচেষ্টা।


admin প্রকাশের সময় : ফেব্রুয়ারি ২৫, ২০২৫, ৩:৫৩ অপরাহ্ন /
রামগড়ে ইউপিডিএফ কর্তৃক পাহাড়ি ও বাঙালিদের মাঝে দাঙ্গা সৃষ্টির অপচেষ্টা।

 

মুক্তমত:

 

খাগড়াছড়ি জেলার রামগড় উপজেলার নাঙ্গেলপাড়া এলাকায় সম্প্রতি ইউপিডিএফ (মূল) দলের সন্ত্রাসীদের দ্বারা পাহাড়ি ও বাঙালি সম্প্রদায়ের মাঝে উত্তেজনা ও সাম্প্রদায়িক বিভেদ সৃষ্টির অপচেষ্টা লক্ষ্য করা যাচ্ছে।

 

 

গত ৩ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে, উক্ত এলাকার বাসিন্দা মোঃ আবুল কালামকে তার নিজ জমি ছেড়ে দেওয়ার জন্য ইউপিডিএফ (মূল) দলের সন্ত্রাসীরা হুমকি প্রদান করে। কিন্তু তিনি এলাকা ছাড়তে অস্বীকৃতি জানালে, গত ১০ ফেব্রুয়ারি তার সবজি ও ফলমূলের বাগান থেকে একটি পানির পাম্প চুরি হয়ে যায়।

 

অপরদিকে, ১৩ ফেব্রুয়ারি আনুমানিক রাত ১টায় নাঙ্গেলপাড়ার বাসিন্দা ললিত চাকমার বাড়িতে কিছু অজ্ঞাতনামা সন্ত্রাসী ভয়ভীতি প্রদর্শন করে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে, ইউপিডিএফ (মূল) দলের প্ররোচনায় ললিত চাকমা স্থানীয় বাঙালি মোঃ আবুল কালাম ও মোঃ শাহাদাৎ হোসেনের বিরুদ্ধে তার বাড়িতে হামলা, অগ্নিসংযোগ এবং তার স্ত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ এনে রামগড় থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। তবে, পুলিশের প্রাথমিক তদন্তে এসব অভিযোগের কোনো সত্যতা পাওয়া যায়নি এবং নিয়মিত মামলা রুজু করা হয়নি।

 

গত ১৩ ফেব্রুয়ারি রাত ৮টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে খাগড়াবিল বিজিবি ক্যাম্প থেকে একটি নিয়মিত নৈশ টহল দল নাঙ্গেলপাড়া এলাকায় গমন করে। এ সময় ইউপিডিএফ (মূল) দলের সন্ত্রাসীরা স্থানীয় কিয়াংঘরে ডাকাত পড়েছে বলে মাইকিং করে গুজব ছড়িয়ে উত্তেজনা সৃষ্টি করে।

 

পরবর্তীতে, গত ১৪ ফেব্রুয়ারি ইউপিডিএফ (মূল) দল সমর্থিত পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি), গণতান্ত্রিক যুব ফোরাম (ডিওয়াইএফ) ও হিল উইমেন্স ফেডারেশন (এইচডব্লিউএফ) সংঘটিত ঘটনাকে কেন্দ্র করে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ আয়োজন করে।

 

উপরে বর্ণিত ঘটনাবলী পর্যবেক্ষণ করে প্রতীয়মান হয় যে, ইউপিডিএফ (মূল) দলের সন্ত্রাসীরা পরিকল্পিতভাবে বাঙালিদের জমি দখলের অপচেষ্টা করছে এবং পাহাড়ি ও বাঙালিদের মধ্যে সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টি করে এলাকার শান্তি ও সম্প্রীতি বিনষ্ট করার ষড়যন্ত্র চালাচ্ছে।

 

মুক্তমত লেখক: খাগড়াছড়ি রামগড় থেকে। ২৫/০২/২০২৫ খ্রিঃ