খাগড়াছড়ি

খাগড়াছড়িতে হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালের শিক্ষার্থীদের বিদায় ও স্মরণ সভা

নিজস্ব প্রতিবেদকঃ- এইচ এম পার্বত্য হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতাল এর ৪র্থ বর্ষের শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও পবিত্র ঈদে মিলাদুন্নবী (স:) ও অত্র কলেজের প্রতিষ্ঠাতা মরহুম এস.এম শফি’র ৩য় মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার দুপুর ২ টায় এইচ এম পার্বত্য হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতাল ছাত্র সংসদ এর আয়োজনে কলেজ হলরুমে আয়োজিত অনুষ্ঠানে খাগড়াছড়ি জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ও কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কে.এম ইয়াসির আরাফাত প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
এসময় প্রধান অতিথি বলেন- “হোমিওপ্যাথিক চিকিৎসা সেবা একপ্রকার মানবসেবা। আর যারা এ চিকিৎসা সেবার সাথে জড়িত তারা নামমাত্র মূল্যে এ সেবা দিয়ে থাকেন। কারন এটি একটি প্রাচীন চিকিৎসাসেবা। বর্তমান আধুনকি যুগে সমাজের গরীব ও অসহায়দের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এ প্রাচীনতম সেবা।”

প্রধান অতিথির উপস্থিতিতে কলেজের প্রতিষ্ঠাতা মরহুম এস.এম শফি’র ৩য় মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে বিশেষ দোয়া ও বিদায়ী শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট বিতরণ করা হয়।

এছাড়া অনুষ্ঠানে কলেজ ম্যানেজিং কমিটির সহ-সভাপতি অ্যাডভোকেট আকতার উদ্দিন মামুন ও কোষাধ্যক্ষ ইঞ্জিনিয়ার এস এম নাজিম উদ্দিন অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন।

Related Articles

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না।

Back to top button